আমরা এখন হোয়াটসএপে ম্যাসেজ করতে গেলে End to End Encryption লিখাটি দেখতে পারি। ফেসবুকের ঘোষনা অনুযায়ী কয়েকদিন বাদে ফেসবুক ম্যাসেঞ্জারেও আমরা End to End Encryption লিখাটি দেখতে পাবো। এই লিখাটির মানে কি সেটা আমরা অনেকেই জানিনা। আজকের আর্টিকেলে এই বিষয়েই আলোচনা করবো।
![]() |
End to End Encryption কি এবং কি কাজে লাগে |
End to End Encryption এটার মানে হলো, আপনার ম্যাসেজের শেষ থেকে,মানে আপনি যখন ম্যাসেজ লিখে সেন্ড বাটনে ক্লিক করলেন,তখন থেকে শুরু করে, ম্যাসেজ বার্তা প্রাপকের কাছে পৌছানো পর্যন্ত সময়টাতে ম্যাসেজটি Encryption করা থাকবে। মানে,ম্যাসেজে পৌছানোর আগে যে মাধ্যমগুলো ব্যাবহৃত হবে সেখানে End to End Encryption সিস্টেমের মধ্য দিয়ে যাবে। এখানে তৃতীয় কোন ব্যাক্তি চাইলেও আপনার পাঠানো ম্যাসেজ পড়তে পারবেনা। আপনি আর যাকে পাঠাচ্ছেন সেই ব্যাক্তি ব্যাতিত তৃতীয় ব্যাক্তি আপনাদের মধ্যকার কথোপকথন কোনদিন জানতে পারবেনা।
এখনকার যুগে হোয়াটসএপে End to End Encryption সিস্টেমে ম্যাসেজ আদানপ্রদান করা হয়। ফলে বিশ্বের বড় বড় ব্যাক্তিরা হোয়াটসএপে কথোপকথন করতে সাচ্ছন্দ অনুভব করে। ফেসবুকে এখন পর্যন্ত End to End Encryption সিস্টেম চালু করেনি। আপনি আপনার গালফ্রেন্ড বা বন্ধুর সাথে কি কথোপকথন করছেন সেটা চাইলে ফেসবুক প্রকাশ করে দিতে পারে। যদিও ফেসবুক গ্রাহকের নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট সচেতন। তবে তারা চাইলেই প্রকাশ করতে পারে। হোয়াটসএপ কতৃপক্ষ চাইলেও আপনার আর আপনার বন্ধুর কথোপকথন দেখতে পারবেনা। কারনে হোয়াটসএপ End to End Encryption সিস্টেমে চলে।
End to End Encryption সিস্টেম চালু হলে, আমরা যারা সাধারণ ব্যাবহারকারী আছি তাদের জন্য ভালো হবে। আমাদের তথ্যের নিরাপত্তা বাড়বে। তবে যারা ফেসবুকে বিভিন্ন অপরাধ করে,তাদের ক্ষেত্রে সরকার চাইলেও ফেসবুক কতৃপক্ষ তাদের তথ্য অন্যকে দিতে পারবেনা।
আজ আপনি End to End Encryption বিষয়টি নিয়ে সুস্পষ্ট ধারনা পেয়েছে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।