src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Difference between OLED and AMOLED||ওলেড ও এমোলেড ডিসপ্লের পার্থক্য

Difference between OLED and AMOLED||ওলেড ও এমোলেড ডিসপ্লের পার্থক্য

বাজারে স্মার্টফোন কিনতে গেলেই OLED এবং AMOLED ডিসপ্লের নাম শুনে থাকি। ওলেড আর এমোলেড ডিসপ্লের মধ্যে পার্থক্য আমরা অনেকেই জানিনা। আজকের আর্টিকেলে ওলেড আর এমোলেড ডিসপ্লের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করবো।

ওলেড ও এমোলেড ডিসপ্লের পার্থক্য
ওলেড ও এমোলেড ডিসপ্লের পার্থক্য 

ওলেড ডিসপ্লেঃ ওয়েড ডিসপ্লে এমোলেড ডিসপ্লের একটা ভাগ। ওলেড থেকেই এমোলেড আর সুপার এমোলেড এই দুই ভাগে বিভক্ত হয়েছিল।

এমোলেড ডিসপ্লেঃ ওলেড আর এমোলেড একই। নাম শুধু ভিন্ন থাকে। ওলেড থেকেই পি ওলেড আরেকটা ভাগে হয়েছে এমোলেড। চাইনিজ কোম্পানি তৈরি করে পি ওলেড আর স্যামসাং তৈরি করে এমোলেড আর সুপার এমোলেড।

মূলত এমোলেড,সুপার এমোলেড আর ওলেড অনেকটা একই। এন্ড্রয়েট সিস্টেমের উপর ভিত্তি করে যেভাবে প্রতিটা ব্রান্ড স্মার্টফোন বানায়। ঠিক তেমনি ডিসপ্লের ক্ষেত্রেও ওলেড এমোলেড আলাদাভাবে নাম দিয়ে বাজারে আসে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post