src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> কমদামে অনলাইনে ফোন কেনার ভোগান্তি

কমদামে অনলাইনে ফোন কেনার ভোগান্তি

আমরা অনেকেই অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করি। কারন অনলাইনে পন্যের দাম,অফলাইনের তুলনায় কম থাকে। যদি অনলাইনে পন্যের দাম অফলাইনের চেয়ে বেশি বা সমান থাকতো,তাহলে হয়তো অনলাইন মার্কেটপ্লেস এতটা জনপ্রিয় হয়ে উঠতোনা। অনলাইনে মোবাইল ফোন কেনার ক্ষেত্রে আপনি যেসব সমস্যার সম্মূখীন হতে পারে, সেগুলা নিয়েই আমাদের আজকের আর্টিকেল।

কমদামে অনলাইনে ফোন কেনার ভোগান্তি
কমদামে অনলাইনে ফোন কেনার ভোগান্তি 

পন্যের ডেলিভারিঃ অনলাইনে মোবাইল ফোন কেনার আগে নিশ্চিত হয়ে নিবেন, আপনি পন্যটি কতদিনের মধ্যে ডেলিভারি পাবেন। ডেলিভারির ক্ষেত্রে যে সাইটগুলো দ্রুত ও বিশ্বস্ততার সাথে ডেলিভারি দেয়,তাদের থেকে কেনার চেস্টা করবেন।

পন্যের মূল্য পরিশোধঃ অনলাইনে মোবাইল বা স্মার্টফোন কেনার ক্ষেত্রে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, পেমেন্ট আগে দিব নাকি অন ক্যাশ ডেলিভারিতে কিনবো!  অনেক সাইট আছে যারা শুধুমাত্র অগ্রিম ডেলিভারি চার্জে পন্য পাঠায়। যেখানে পন্য হাতে পেয়ে টাকা দিতে হয়।

পন্যের মানঃ মোবাইল ফোন কেনার ক্ষেত্রে আমরা অনেক কিছু চিন্তাভাবনা করে কিনা থাকি। সেক্ষেত্রে যেহেতু অনলাইন থেকে কিনছি, অবশ্যই কিছুটা ছাড়ে পাচ্ছি বলেই কিনছি। ডিসকাউন্টে পাওয়া পন্যের মান কেমন হতে পারে, সেটা নিয়েও অনেকের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। তাই অনলাইনে মোবাইল ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো ও বিশ্বস্ততার সাথে অফিশিয়াল পন্য বিক্রয় করে,এমন সাইট থেকে পন্য কেনা উচিৎ।

অফিশিয়াল নিশ্চিত হওয়াঃ অনেকক্ষেত্রে দেখা যায় অনলাইনে কমদামে মোবাইল কেনার পরে, অফিশিয়াল বলে,অন অফিশিয়াল পন্য দিয়ে দেয়। এক্ষেত্রে ক্রেতা চাইলে,অনলাইনে যে সাইট থেকে পন্য কিনেছে তাদের বিরূদ্ধে ভোক্তা অধিকারে অভিযোগ দায়ের করতে পারেন।

ফোনের বক্স ইনটেক্ট থাকাঃ অনলাইনে কমদামে মোবাইল ফোন কেনার আগে, বলে দিবেন আপনার হাতে যাতে স্টিকার সহ বক্স হাতে আসে। অনেকসময় শপ থেকে বলতে পারে,আপনার ফোনটি তারা খুলে চেক করে দিবে। এই ঝুঁকি নেয়ার প্রয়োজন নেই।

গ্লাস প্রোটেকশন থেকে বঞ্চিতঃ আপনি যখন অফলাইনে বা স্বশরীরে ফোন কিনেন, তখন বেশিরভাগ ক্ষেত্রেই দোকান থেকে ভালোমানের একটি গ্লাস প্রোটেকশন ফ্রিতে লাগিয়ে দেয়। যেটা অনলাইনে কিনলে এই সুবিধা নাও পেতে পারেন। কারন আপনি যেহেতু ফোনটি অনলাইনে কিনছেন সেহেতু আপনি চাইবেন,ফোনটি ইন্টেক্ট প্যাক আপনার হাতে আসুক। অন্যদিকে যাদের থেকে মোবাইল কিনছেন, তাদেরকে বললে হয়তো গ্লাস প্রোটেক্টর দিলেও দিতে পারে। ফোন ইন্টেক্ট পেতে চাইলে,বাসায় এনে আপনাকে গ্লাস প্রোটেকশন লাগাতে হবে। এযেন এক উভয়সংকট।

এছাড়া যারা অনলাইনে ফোন কিনে, তারা কিছু অসুবিধার সম্মূখীন হবেন। ফোন কেনার সময়ই দোকানদার আমাদেরলে ফোনের কনফিগারেশন সেটিং করে দেয়। অনলাইনে ফোন কেনার ক্ষেত্রে সেটি আপনাকে বাসায় এনেই সবকিছু করতে হবে। মোটকথা বিশাল অংকের মূল্যছাড় না পেলে আমরা কেউই অনলাইনে ফোন কিনতে চাইনা। করোনাকালীন সময় আমাদের দেশে অনলাইনে মোবাইল ফোন বিক্রি কয়েকগুন বেড়েছে। অদূর ভবিষ্যৎতে আরো বাড়বে বলে ধারনা করা যাচ্ছে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post