করোনাকালীন সময়ে বাসায় গৃহবন্দি থেকে অনেকের বাচ্চা মোবাইল ফোন ব্যাবহারে অভ্যস্ত হয়ে উঠছে। অনলাইন ক্লাসের কারনে ফোন না দিয়েও পারা যায়না। এছাড়া বাচ্চাকাচ্চারা বাসায় সারাদিন কি করবে! টিভি দেখা,মোবাইলে গেইমস খেলা ছাড়া তো আর উপায় নেই। এছাড়া এখন তো আর আগের মতো খেলার মাঠ ও নেই। করোনাভাইরাস চলে যাবার পরে,যখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। তখন অভিভাবকদের প্রথম টার্গেট থাকবে কিভাবে বাচ্চাদের মোবাইল থেকে দূরে সরিয়ে রাখা যায়। কারন স্কুল কলেজ খুললে পড়ালেখার চাপ বাড়বে। তখন এই মোবাইল ফোনের নেশা কাটাতে অনেক অভিভাবকের অনেক কস্ট হবে। তাই আজকের আর্টিকেলে সন্তানদের স্মার্টফোন থেকে দূরে রাখার উপায় নিয়েই আলোচনা করা হবে। আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন, আশাকরি সঠিক গাইডলাইন পাবেন।
![]() |
বাচ্চাদের যেভাবে ফোন থেকে দূরে রাখবেন |
বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার উপায়সমূহঃ
ইন্টারনেট বন্ধ রাখাঃ করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের কারনে অনেক অভিভাবক ফোনে পর্যাপ্ত ইন্টারনেট ডাটা কিনে রাখতে হতো। যখন সন্তানকে মোবাইলের নেশা থেকে সরাতে চাইবেন,তখন ইন্টারনেট কেনা বন্ধ করে দিন। বাসায় ওয়াইফাই নিয়ে থাকলে সেটা সর্বনিন্ম একমাস বা সর্বোচ্চ দুইমাসের জন্য সংযোগ বন্ধ রাখুন।
ফোনের গেইমস ডিলিটঃ বেশিরভাগ বাচ্চাদের মোবাইল ফোনের নেশার অন্যতম কারন ফোনের গেইমস। ফোন থেকে সকল প্রকার গেইমস ডিলিট বা আন-ইন্সটল করে দিন।
ইনডোর গেইমের ব্যাবস্থাঃ বাচ্চারা বাসায় বসে খেলতে পারে,এমন কোন গেইমসের ব্যাবস্থা করুন। তাহলে দেখবেন অটোমেটিক মোবাইল ফোন থেকে বাচ্চারা দূরে সরে আসবে। যেমনঃ ক্যারাম বোর্ড, রিমোর্ট কন্ট্রোল গাড়ি সহ বিভিন্ন ইনডোর গেইমস।
ছাদে ঘুরতে নিয়ে যাওয়াঃ বাসায় ছাদে যাওয়ার ব্যাবস্থা থাকলে,বাসার ছাদে ঘুরতে নিয়ে যান। তবে খেলার রাখবেন ছাদে রেলিং আছে কিনা। রেলিং থাকলেও কারো তত্ববধানে নিয়ে যাবেন।
ছবি আঁকাঃ বাচ্চাদের কোনকিছু দেখালে সেটা করতে চায়। ইউটিউবে অনেক ছবি আকার টিউটোরিয়াল আছে। সেই ভিডিও বাচ্চাদের দেখানোর ব্যাবস্থা করুন। তারপর সেইরকম ছবি একে দিতে বলুন। কোন বাচ্চা যদি ছবি আকার নেশায় পড়ে,তখন তার মোবাইল ফোনের নেশা কেটে যাবে।
কাগজের জিনিশ বানানোঃ কাগজ দিয়ে অনেককিছু বানানো যায়। এই নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে। বাচ্চাদের এইসমস্ত ভিডিও দেখান। তারপর সেগুলো বানাতে বলুন। প্রয়োজনে উপকরণ কিনে এনে দিন। এইসব বিষয়ে নেশা হলেও, একটাসময় এসে সেই নেশা কেটে যাবে।
এতকিছু করার পরেও যদি বাচ্চাদের মোবাইল ফোন বা গেইমস খেলার নেশা না কাটে,তখন তাদেরকে ভালোভাবে বুঝানোর চেস্টা করুন। কোনরকমভাবে বুঝিয়ে এক সপ্তাহ ফোন থেকে দূরে রাখতে পারলেই দেখবেন নেশা কেটে গিয়েছে। আমরা নিজেরাই যখন দুই একদিন ফোন থেকে নিজেকে দূরে রাখি,তখন মনে হবে,ফোন না চালালেও তো জগত চলে!
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।