src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> যেসব অনলাইন শপ থেকে ফোন কিনবেন না

যেসব অনলাইন শপ থেকে ফোন কিনবেন না

দিনকে দিন আমাদের দেশ যত ডিজিটাল হচ্ছে,আমরা ততই আধুনিক হচ্ছি। অনলাইনে কেনাকাটার হার আগের তুলনায় অনেকগুনে বেড়েছে। করোনাকালীন সময়ে যখন মার্কেট দোকানপাট বন্ধ, তখন অনলাইনে বেচাবিক্রি অনেকগুন বেড়ে যায়। আমরা অনেকেই এখন অনলাইনে মোবাইল ফোন কিনে থাকি। এমনো ঘটনা আমরা জেনেছি,মোবাইলের বক্সে পেয়াজ পেয়েছে। এখনকার যুগে পেয়াজ না, আরোকিছু পাওয়া যায়। কোন কোন ধরনের অনলাইন শপ থেকে মোবাইল ফোন কেনা উচিৎ নয়, সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়।

যেসব অনলাইন শপ থেকে ফোন কিনবেন না
যেসব অনলাইন শপ থেকে ফোন কিনবেন না

অনলাইন শপ টাইপ একঃ যেসকল অনলাইন শপে অফিশিয়াল দামের চেয়ে এক হাজার টাকা বা তার বেশি ছাড় দেয়, সেসব শপের ফোন না কেনাই ভালো। যদিনা সাইটটি তেমন বিশ্বস্ত না হয়। বাংলাদেশে দারাজ,ইভালির মিতো কিছু কিছু শপ আছে, যারা এক দেড় হাজার টাকা ছাড়ে বিক্রি করে। তাদের থেকে ফোন কিনতে পারেন। তাছাড়া কিছু অনলাইন শপিং সাইট আছে,যারা খুব বেশি পরিচিত নয়,নাম আগে তেমন একটা শুনেননি, তাদের থেকে বেশি ছাড়ে কেনার চেস্টা করবেন না।

অনলাইন শপ টাইপ দুইঃ যেধরনের অনলাইন শপিং সাইটের অফিশিয়াল একাধিক সাপোর্ট নাম্বার নেই। যাদের কাস্টমার সাপোর্ট রেসপন্স ভালোনা। তাদের থেকে ফোন না কেনার চেস্টা করবেন।

অনলাইন শপ টাইপ তিনঃ  যেসকল অনলাইন শপিং সাইটে ফোন কেনার আগেই পুরো টাকা পাঠাতে হয়,তাদের থেকে না কেনার চেস্টা করবেন। সবসময় অনলাইনে ক্যাশ ডেলিভারিতে কেনার চেস্টা করবেন।

অনলাইন শপ টাইপ চারঃ অনলাইন শপে ফোন কেনার আগে ভালোভাবে জেনে নিবেন,তারা যে ফোনটি আপনাকে দিচ্ছে সেটি শতভাগ অফিশিয়াল কিনা। অফিশিয়াল হলে ইনটেক্ট বক্স যাতে আপনি হাতে পান, সেটি নিশ্চিত হয়ে ফোন নিবেন।

অনলাইন শপ টাইপ পাঁচঃ যেসব অনলাইন শপিং সাইটের কমেন্টের রিভিউ খারাপ, তাদের থেকে ফোন না নেয়ার চেস্টা করবেন। কমেন্ট ছাড়াও পেইজের রিভিউ সেকশনে গিয়ে রিভিউ দেখে নিবেন। প্রয়োজনে পেইজ রিভিউ যারা দিয়েছে,তাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন।

ইভ্যালি ও দারাজের মতো অনলাইন শপিং সাইট আসার পরে আমাদের বাংলাদেশে অনলাইনে মোবাইল ফোন কেনার মাত্রা বেড়েছে। নয়তো আমাদের দেশে আগে বেশিরভাগ ফোন অফলাইনে বিক্রি হতো। মূলত অনলাইনে ছাড়ে কিনতে পারলেই,কেবল অনলাইনে ফোন কিনে। নতুবা সবাই অফলাইনেই ফোন কিনতো। আমাদের বাংলাদেশের তুলনায় পাশ্ববর্তী দেশ ভারতে অনলাইনে মোবাইল ফোন কেনার হার বেশি। ভারতে ছোটখাটো অনলাইন শপ বড় অংকের ছাড়ে অনলাইনে ফোন বিক্রি করে। কারন অনলাইনে ফোন বিক্রির ক্ষেত্রে বেশি টাকার দোকান ভাড়া নিতে হয়না। অল্প টাকায় বিশাল গুদাম ভাড়া নিয়ে ব্যাবসা করা যায়। যেখানে বিক্রিও তুলনামূলক বেশি থাকে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post