২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে সর্বোচ্চ বিক্রিত স্মার্টফোনের তালিকায় এসেছে রিয়েলমি। রিয়েলমি বাংলাদেশের সর্বোচ্চ বিক্রিত স্মার্টফোনের তালিকায় আসায় আমাদের সাইটের পক্ষ থেকে অভিনন্দন। ক্যানালিসের রিপোর্ট অনুযায়ী এইবছরের দ্বিতীয় প্রান্তিকে সেরা বিক্রিত তালিকায় রিয়েলমি। সেখানে তালিকায় পাঁচটি মোবাইল ব্রান্ডের নাম দেখানো হয়েছে।
![]() |
সর্বোচ্চ বিক্রিত স্মার্টফোনের তালিকায় রিয়েলমি |
এক নাম্বারে রিয়েলমি। যেখানে তার ইউনিট শেয়ার ২০% এবং বাৎসরিক গ্রোথ ২৫৮%
দুই নাম্বারে স্যামসাং। যেখানে তার ইউনিট শেয়ার ১৬% এবং বাৎসরিক গ্রোথ ৬২%
এক নাম্বারে ভিভো। যেখানে তার ইউনিট শেয়ার ১৩% এবং বাৎসরিক গ্রোথ ১২২%
এক নাম্বারে ট্রান্সেশন। যেখানে তার ইউনিট শেয়ার ১২% এবং বাৎসরিক গ্রোথ ২৪২%
এক নাম্বারে শাওমি। যেখানে তার ইউনিট শেয়ার ১০% এবং বাৎসরিক গ্রোথ ৯৪%
রিয়েলমি বাংলাদেশে অফিশিয়ালি আসার পর পরেই বাংলাদেশে রিয়েলমি ফোনের দাম কমতে থাকে। খুব অল্প সময়ে রিয়েলমি বাংলাদেশে কম বাজেটে ভালো স্পেসিফিকেশনে কিছু ফোন লাঞ্চ করে। যেমনঃ রিয়েলমি ফাইভ আই ফোনটি বাংলাদেশে বিক্রিত রিয়েলমির সেরা ফোন নির্বাচিত হয়।
এছাড়া রিয়েলমি শাওমির সাথে টেক্কা দেয়ার জন্য ভালো স্পেসিফিকেশনে বেশ কয়েকটি ফোন লাঞ্চ করে। এছাড়া রিয়েলমি দশ হাজার বাজেট ও অল্প বাজেটের স্মার্টফোন লাভারদের কথা চিন্তা করে রিয়েলমি সি সিরিজের বেশকিছু স্মার্টফোন বাজারে নিয়ে আসে। এছাড়া বাংলাদেশে অফিশিয়ালি ফোন লাঞ্চ করবে ঘোষনার পরপরই রিয়েলমি ভালো স্পেসিফিকেশনে দূর্দান্ত একাধিক ফোন লাঞ্চ করে বসে। যারকারনে খুব অল্প সময়েই রিয়েলমি এদেশের মানুষের নজরে চলে আসে।
রিয়েলমি অল্প সময়ে নজরে আসার কারনেই বিক্রি অনেকগুন বেড়ে যায়। ফলে করোনাকালীন সময়েও ২০২১ সালের বাজারে এসে বাংলাদেশে সর্বোচ্চ বিক্রিত স্মার্টফোনের তালিকায় রিয়েলমি চলে আসতে সক্ষম হয়।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।