src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> নতুন ফোন কেনার পরে যে কাজ করবেন

নতুন ফোন কেনার পরে যে কাজ করবেন

নতুন স্মার্টফোন কেনার পরে কিছু কাজ আমাদের করা উচিৎ। যেগুলা আমরা বেশিরভাগ লোকই জানিনা। অনেকে জেনে থাকলে অলসতা করে করিনা। আজকের আর্টিকেলে নতুন মোবাইল ফোন কেনার পরে,আমাদের যে কাজ করা উচিৎ সেটা নিয়েই আর্টিকেল লিখা হবে।

নতুন ফোন কেনার পরে যে কাজ করবেন
নতুন ফোন কেনার পরে যে কাজ করবেন

★ নতুন ফোন কিনে বাসায় এসে ফোনের বক্সে থাকা ইএমইআই নাম্বারের ছবি তুলে সেই ছবিটি গুগল ড্রাইভে সংরক্ষন করুন। সেটা না পারলে, সেই নাম্বার দুটি কোন ডায়েরিতে লিখে রাখুন। কারন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে, নতুন ফোন কেনার পরে,ফোনের বক্স কোথায় রাখি সেটার খোঁজখবর থাকেনা। ফলে ফোন হারিয়ে গেলে, থানায় জিডি করার জন্য যে ইএমইআই নাম্বার লাগে, তখন সেটাই জানিনা। এছাড়া অবশ্যই বক্সের স্টিকার অনুযায়ী ফোনটি অফিশিয়াল কিনা,যাচাই করে নিবেন।

★ নতুন মোবাইল কিনে বাসায় আসার পরে, ফোনটিকে তাৎক্ষণিক চার্জে দিবেন না। ফোনটিকে ব্যাবহার করুন। ফোনে কল করে কথা বলুন। মিউজিক বাজান। ইউটিউব ভিডিও প্লে করুন। ফোনে কোন গেইমস না থাকলে,গেইমস ডাউনলোড দিয়ে গেইমস খেলে ফোনটিকে চেক করুন। কারন ফোনে কোন সমস্যা আছে কিনা সেটা যদি ৪-৫ দিনের মধ্যে খুঁজে বের করতে পারেন, তাহলে হয়তো দোকানদার চেঞ্জ করে দিবে। নয়তো পরে সমস্যা পেলে, তখন সেটা ওয়ারেন্টির আওয়াত সার্ভিস সেন্টারে পাঠাবে।

★ নতুন ফোন কেনার পরে অনেকেই তাৎক্ষণিক নতুন বেক কাভার কিনে ফেলে। এই কাজটি করা উচিৎ নয়। ফোনের বক্সে থাকা বেক কাভারটি অন্তত ২-৩ মাস ব্যাবহার করে,তারপর ভালো না লাগলে নতুন বেক কাভার কেনা উচিৎ।

★ প্রথমবারের মতো যখন ফোনকে চার্জ দিবেন,তখন ৩০% পর্যন্ত থেকে চার্জ দিবেন। একটানা চার্জ করার চেস্টা করবেন। এছাড়া অনেকেই অভিযোগ করেন, নতুন ফোন কিনেই ব্যাটারি বেকাপ ভালো পায়না। আসলে নতুন অবস্থায় কিছুকিছু ক্ষেত্রে ফোনের ব্যাটারি, ফোনের সাথে মানিয়ে তুলতে পারেনা। টানা ৫-৭ দিন ব্যাবহার করার পরে,তারপর ফোনের প্রকৃত পারফরমেন্স পাবেন।

★ নতুন ফোন কেনার পরে ক্যামেরা দিয়ে ছবি তুলে সবাই চেক করে। যে কাজটি করেনা, সেটি হলো ভিডিও রেকর্ডিং করে কেউ চেক করেনা। নতুন মোবাইল কেনার পরে ভিডিও রেকর্ডিং করে চেক করবেন। কমপক্ষে দশমিনিট সময় নিয়ে ভিডিও রেকর্ডিং করবেন,দেখবেন ফোন কতটুকু গরম হচ্ছে। বেশি গরম হওয়া অস্বাভাবিক। হাল্কা গরন হওয়া স্বাভাবিক।

★ বাজার থেকে নতুন মোবাইল কিনে আনার পরে, যদি দেখেন ফোনে কোন আপডেট এসেছ্ব তাৎক্ষণিক সেই আপডেট দিয়ে দিবেন। কারন নতুন অবস্থায় ফোন কিনে আনার পরে এক মাসের মধ্যে যে আপডেটগুলা আসে,বেশিরভাগ ক্ষেত্রে সেই আপডেটগুলো ফোনের জন্য ক্ষতিকর নয়।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post