src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Redmi Note 10Pro আপডেট দিলে দুইজিবি র‍্যাম বাড়বে

Redmi Note 10Pro আপডেট দিলে দুইজিবি র‍্যাম বাড়বে

Redmi Note 10Pro ফোন আপডেট দিলেই দুইজিবি ভার্চুয়াল র‍্যাম বাড়বে। শাওমির পক্ষ থেকে অফিশিয়ালি জানানো হয়েছে তথ্যটি। Redmi Note 10Pro মোবাইলে সফটওয়্যার আপডেটের মাধ্যমে দুই জিবি ভার্চুয়াল র‍্যাম স্পেস পাবেন শাওমির ব্যাবহারকারীরা। ফোন আপডেট দিলে র‍্যাম বাড়াবে,শাওমির ক্ষেত্রে এমন ঘটনা এবারই প্রথম।

Redmi Note 10Pro আপডেট দিলে দুইজিবি র‍্যাম বাড়বে
Redmi Note 10Pro আপডেট দিলে দুইজিবি র‍্যাম বাড়বে

যারা Redmi Note 10Pro ব্যাবহারকারী আছেন, তারা ফোনের আপডেট চেক করুন। আপনার ফোনে নতুন কোন সফটওয়্যার আপডেট আসলে সেটি আপডেট করে নিন। ফোন আপডেট করার ক্ষেত্রে অবশ্যই সম্ভব হলে ওয়াইফাই নেটওয়ার্ক অন করে আপডেট করার চেস্টা করবেন। নিকটবর্তী কোথাও ওয়াইফাই না থাকলে,আপনার Redmi Note 10Pro ফোনটিতে পর্যাপ্ত ডাটা রেখে ফোন আপডেট করবেন।

অনেকেই জানেন না,ভার্চুয়াল র‍্যাম কি? আমাদের এই সাইটে ইতিমধ্যে ভার্চুয়াল র‍্যাম সম্পর্কে আর্টিকেল রয়েছে। তবুও আপনাদের আজকে আবারো ভার্চুয়াল র‍্যাম সম্পর্কে সামান্য ধারনা দিচ্ছি। ভার্চুয়াল র‍্যাম বিষয়টা অনেকটা গুগল ড্রাইভের র‍্যাম স্পেসের মতো। আপনি যদি গেমার হোন, তাহলে ভার্চুয়াল র‍্যাম বাড়ালে গেমিং স্পিড ভালো পাবেন,ভেবে থাকলে ভুল করবেন।
ভার্চুয়াল র‍্যাম ফোনের জমে থাকা অতিরিক্ত ফাইলে কিছু সময়ের জন্য আলাদাভাবে রাখে। যাতে আপনার ফোনটি স্লো না করে। এছাড়া ইন্টারনাল র‍্যামের মতো,ভার্চুয়াল র‍্যাম কাজ করেনা। ইন্টারনাল র‍্যাম আর ভার্চুয়াল র‍্যামের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তবে ফোনে ভার্চুয়াল র‍্যাম সুবিধা থাকলে, ফোনটি স্লো পারফরমেন্স করার সম্ভাবনা অনেক কম থাকে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post