src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Poco F3 GT ফোনে কি কি থাকবে?

Poco F3 GT ফোনে কি কি থাকবে?

বাজারে আসছে শাওমির পকো এফ থ্রি জিটি। ফোনটি কি কি স্পেসিফিকেশন নিয়ে বাজারে আসতে যাচ্ছে,সেগুলো নিয়েই আমাদের আজকের আর্টিকেল। Poco F3 GT ফোনটির স্পেসিফিকেশনের পাশাপাশি ভালোমন্দ উভয় দিক বিশ্লেষণ করা হবে।

Poco F3 GT ফোনে কি কি থাকবে
Poco F3 GT ফোনে কি কি থাকবে

এটি মূলত পকোর ডেডিকেটেড গেমিং ফোন। যার ফলস্বরূপ ফোনটিতে দেয়া হয়েছে গেমিং ট্রিগার। গেমিং ট্রিগার দেয়ার ফলে Poco F3 GT গেমিং ফোন হিসেবেই বেশি পরিচিতি লাভ করবে। যদিও প্রাইজ নিয়ে অনেকের অনেক অভিযোগ আছে। ফোনটির ৬/১২৮ ভ্যারিয়েন্টের দাম ৩২ হাজার ৯৯৯ টাকা।

৬.৬৭ ইঞ্চির বিশাল সাইজের ফোনটিতে আছে ১২০ হার্যের রিফ্রেশ রেট সুবিধা। যাতে এইচডিআর ১০ এর সাপোট থাকবে। এছাড়া ফোনটির সামনেপিছনে উভয়দিকে গোরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন দেয়া থাকবে।

প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেক ডায়মনসিটি ১২০০ ফাইভজি প্রসেসর। যা ৬নেনোমিটারে তৈরি প্রসেসর। এছাড়া এন্ড্রয়েট ১১ এর সাথে, এমআইইউআই ১২.৫ থাকবে।

এবার আসি ক্যামেরার প্রসঙ্গে, এই ফোনে সামনে থাকবে তিনটি ক্যামেরা ৬৪+৮+২ আর সেলফি ক্যামেরা হিসেবে থাকবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে আপনি ফোরকে ভিডিও রেকর্ডিং করতে পারবেন।

ফোনের পাওয়ার সেকশনে ব্যাটারি হিসেবে থাকছে ৫০৬৫ এমএইচের বিশাল ব্যাটারি,সাথে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জার। যা ৪২ মিনিটে ১০০% চার্জ হবে।

এছাড়া ফোনটিতে স্টোরিও স্পিকারের সুবিধা আপনাকে দূর্দান্ত সাউন্ড কোয়ালিটি দিবে। বাজারে আসা গেমিং ফোন খেত পকো এফ থ্রি জিটি এককথায় আগুন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post