বাজারে আসতে যাচ্ছে শাওমির Poco F3 GT স্মার্টফোন। ফোনটি বাজারে আসার আগেই চমক দেখাতে যাচ্ছে। যে দাম ও স্পেসিফিকেশন দিয়ে ফোনটি বাজারে আসতে যাচ্ছে,সেটা এককথায় অবিশ্বাস্য। Poco F3 GT ফোনের স্পেসিফিকেশন ও ভালোমন্দ দিক নিয়েই আমাদের আজকের আর্টিকেল।
![]() |
Xiaomi Poco F3 GT Review |
Xiaomi Poco F3 GT ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ এই ফোনে থাকছে সাইড মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ Poco F3 GT ফোনটির ক্যামেরা সেটাপ ৬৪+৮+২ ও সামনে ১৬ মেগাপিক্সেল।
★ এনএফসি সাপোর্ট করবে।
★ স্পেসিফিকেশন অনুযায়ী ওজনে অনেক কম।
★ স্টোরিও স্পিকার থাকবে এবং ৫০৬৫ এমএইচের ব্যাটারি ও ৬৭ ওয়াটের ফাস্ট চার্জার থাকবে।
★ পাঞ্চ হোল ক্যামেরা।
Xiaomi Poco F3 GT ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত। এই যুগে চার ক্যামেরা ছাড়া চলে নাকি।
★ ফোনটির প্রসেসর সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো।
Xiaomi Poco F3 GT ফোনটি যাদের কেনা উচিতঃ যারা পকোর ভক্ত আছেন তারা এই Poco F3 GT কোনটি কিনতে পারেন। এছাড়া যারা গেমার আছেন,তাদের জন্য সেরা চয়েজ হতে পারে Poco F3 GT ফোন। এছাড়া ফোনটি ব্যাটারি ও চার্জার বিবেচনায় নিলে গেমিং করার জন্য শতভাগ উপযুক্ত ফোন।
Xiaomi Poco F3 GT ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা গেমার না, যারা এনএফসির মতো টেকনোলজি বুঝেন না,তারা এড়িয়ে যেতে পারেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।