গেমিং ফোন হিসেবে Poco F3 GT ফোনটি বাজারে এসেছে। যা এককথায় ডেডিকেটেড গেমিং মোবাইল। যেখানে গেইমস খেলার জন্য আলাদা দুটি হুইল বাটন দিয়েছে। শাওমির Poco F3 GT ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। খুব শীঘ্রই আমাদের বাংলাদেশের বাজারে আসবে বলে ধারনা করা হচ্ছে। ভারতের বাজারে Xiaomi Poco F3 GT ফোনটির সর্বনিন্ম ভ্যারিয়েন্ট ৬/১২৮ দাম রাখা হচ্ছে ২৬ হাজার ৯৯৯ রুপি। প্রায় ২৭ হাজার রুপি। ৮/১২৮ ভ্যারিয়েন্ট ২৮ হাজার ৯৯৯ রুপি। ৮/২৫৬ ভ্যারিয়েন্ট ৩০ হাজার ৯৯৯ রুপি। আমাদের বাংলাদেশের বাজারে অফিশিয়ালি আসলে দাম হবে প্রায় ৩৮ হাজার টাকা। আন অফিশিয়ালি কিনতে গেলে ৩৫-৩৬ হাজারে কেনা যাবে। যদিও এখনকার হিসেবে আন অফিশিয়াল মোবাইল ফোন কেনা একেবারেই উচিৎ নয়।
![]() |
Xiaomi Poco F3 GT |
Poco F3 GT ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ ফোনটি যেহেতু এমোলেড ডিসপ্লে সেহেতু এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।
★ গেমিং ফোন হিসেবে Xiaomi Poco F3 GT ফোনে পাওয়ার বাটনের পাশাপাশি দুটি গেমিং হুইল পাবেন। যা আপনাকে এক অন্যরকম গেমিং অভিজ্ঞতা দিবে।
★ যেহেতু গেমিং ফোন, সেহেতু হিটিং হবে স্বাভাবিক। হিটিং যাতে কম হয় সেজন্য ভাপার কুলিং চেম্বার বসানো আছে। ফলে গেমিং করলেও অন্য ফোনের মতো হিটিং হবেনা।
★ Xiaomi Poco F3 GT ফোনে প্রসেসর হিসেবে ব্যাবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মনসিটি ১২০০ এর ফাইভজি প্রসেসর। যা ফাইভজি প্রসেসর।
★ ফোনের ৫০৬৫ এম এইচের ব্যাটারির সাথে থাকছে ৬৭ ওয়াটের চার্জার। যা একটি গেমিং ফোনের আদর্শ বৈশিষ্ট্য হতে পারে।
Poco F3 GT ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★স্পেসিফিকেশন অনুযায়ী দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু ও গেমিং স্মার্টিফোন হিসেবে ঠিক আছে।
★ ফোনের ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত।
★ ফোনটির ব্যাটারি অন্তত ছয় হাজার এমএইচ দিলে ভালো হতো।
Poco F3 GT ফোনটি যাদের কেনা উচিতঃ যারা হ্যাভি গেমার আছেন,বাজেট নিয়ে চিন্তা নেই। তারা Xiaomi Poco F3 GT ফোনটি কিনে নিতে পারেন। গেমিং করার জন্য আপনার আদর্শ ফোন হতে পারে Xiaomi Poco F3 GT ফোন। এছাড়া যারা ডিজাইনিং ও ক্যামেরার জন্য ফোন কিনবেন, তারাও পকোর গেমিং এই ফোনটি নিতে পারেন। ক্যামেরা ও ডিজাইনিং এককথায় দূর্দান্ত।
Poco F3 GT ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা তেমন একটা গেমিং করেন না তারা এটি এড়িয়ে যেতে পারেন। এছাড়া যারা টুকটাক সাধারণ গেমার,তারাও এড়িয়ে যেতে পারেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।