src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Why we buy Realme 8 5G||কেন রিয়েলমি ৮ ৫জি কিনবো

Why we buy Realme 8 5G||কেন রিয়েলমি ৮ ৫জি কিনবো

কেন আমরা Realme 8 5G ফোনটি কিনবো বা কেনই কিনবোনা এই নিয়েই আমাদের আর্টিকেল। বর্তমানে বাংলাদেশের বাজারে Realme 8 5G অল্প সময়ের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। যার অফিশিয়াল দাম রাখা হচ্ছে ২৪ হাজার ৯৯০ টাকা। প্রায় ২৫ হাজার টাকা ধরা যায়। Realme 8 ফোনের আপডেট ভার্সন হিসেবে Realme 8 5G ফোনটি বাজারে আনা হয়েছে। আপনি যদি ফোনটি ইভ্যালির প্রাইরোটি স্টোর থেকে কিনেন তাহলে এটির দাম রাখা হচ্ছে মাত্র ১৯ হাজার ৯৯০ টাকা। এই অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য। ফোনটি অর্ডার দেয়ার ২৪ ঘন্টার মধ্যে ডেলিভারি গ্যারান্টি থাকবে।

Realme 8 5G Review
Realme 8 5G Price


Realme 8 5G ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে ফোনটি অনেক চিকন ও পাতলা। যা রিয়েলমির অন্য ফোন থেকে এটিকে আলাদাভাবে দেখাচ্ছে। যাকে বলা হচ্ছে হাইপার স্লিম ফোন। এছাড়া ফোনটিতে ৯০ হার্যের রিফ্রেশ রেটের সাথে ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের ব্যাটারি সেকশনে ৫০০০ এমএইচের ব্যাটারির সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন। এবার অনেকে ভাবছেন, র‍্যাম ও রম নিয়ে কিছু বলছিনা কেন! Realme 8 5G ফোনের র‍্যাম ৮ জিবির সাথে ৫ জিবি ডাইনামিক র‍্যাম থাকবে। আর রম থাকবে ১২৮ জিবি। ফলে ফোনটির স্পেস নিয়ে কোন চিন্তাই করতে হবেনা।
Realme 8 5G ফোনের ক্যামেরা সেকশনে প্রাইমারী ক্যামেরা হিসেবে থাকবে ৪৮ মেগাপিক্সেলের দূর্দান্ত ক্যামেরা। সাথে প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডায়মনসিটি ৭০০ প্রসেসর তো থাকছেই।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post