src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ভার্চুয়াল র‍্যাম ব্যাবহার করার সুবিধা ও অসুবিধে কি?

ভার্চুয়াল র‍্যাম ব্যাবহার করার সুবিধা ও অসুবিধে কি?

Virtual Ram
Virtual Ram

স্মার্টফোন কেনার ক্ষেত্রে আমরা সবাই র‍্যাম ও রমের হিসেব করি। এখনকার বাজারে নতুন এক গুঞ্জন শোনা যাচ্ছে,তা হলো ভার্চুয়াল র‍্যাম।  আমরা অনেকেই ভার্চুয়াল র‍্যাম সম্পর্কে অবগত নই। ভার্চুয়াল র‍্যাম আমাদের কি কাজে লাগে,ভার্চুয়াল র‍্যাম কিভাবে ব্যাবহার হয় সেটা অনেকেই জানিনা। আমরা যারা ল্যাপটপ ব্যাবহার করি,তারা "অন ড্রাইভ" নামে একটা ফিচারের কথা জেনে থাকি। যেখানে ল্যাপটপের কিছু ফাইল জমা থাকে। ঠিক তেমনি ভার্চুয়াল র‍্যাম এমন এক ধরনের মেমোরি হিসেবে ব্যাবহার করা হয়। আজকের আর্টকেলের শুরুতেই ভার্চুয়াল র‍্যামের সুবিধা সম্পর্কে জেনে নিই।

র‍্যাম বেশি হওয়ার সুবিধা আমরা সবাই কমবেশি জানি। ভার্চুয়াল র‍্যাম একধরনের মেমোরি। যা এখনকার যুগের আপডেট ফোনে দেয়া হয়। আপনার ফোন যদি ভার্চুয়াল র‍্যাম ও রম সাপোর্ট থাকে তাহলে আপনি কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত মেমোরি সুবিধা পাবেন। যেমনঃ আপনি যখন কোন অনলাইন গেইমস খেলবেন তখন আপনার অভ্যন্তরীণ র‍্যামের সাইজ ছোট থাকলে,ভার্চুয়াল র‍্যাম আপনাকে অতিরিক্ত সুবিধা দিবে। এছাড়া মোবাইল কোম্পানি চাইলে আপনার ফোনকে আপডেট করার সাথেসাথে ভার্চুয়াল র‍্যামের সাইজ বড় করে দিতে পারে। আপনি যেভাবে গুগল ড্রাইভের স্পেস ব্যাবহার করেন, ঠিক একইভাবে আপনি ভার্চুয়াল র‍্যামের স্পেস ব্যাবহার করতে পারবেন।

এবার আসি, ভার্চুয়াল র‍্যামের অসুবিধা কি কি সেটা আলোচনায়ঃ আপনার ফোনে ভার্চুয়াল র‍্যামকে আপনি চাইলে আসল র‍্যামের মতো ব্যাবহার করতে পারবেন না। ভার্চুয়াল র‍্যাম ব্যাবহারে কিছুটা সীমাবদ্ধতা আছে। ফোনের অভ্যান্তরীন র‍্যাম আপনি যেভাবে ব্যাবহার করেন ঠিক একইভাবে আপনার ভার্চুয়াল র‍্যামকে ব্যাবহার করতে পারবেন না। ভার্চুয়াল র‍্যাম আপনাকে ফোনের আসল র‍্যামের মতো সবসময় সাপোর্ট নাও দিতে পারে। এটা অনেকটা গুগল ড্রাইভের মতোই স্পেস সুবিধা দিবে।

এই ভার্চুয়াল র‍্যামের সিস্টেম অনেক আগের ধারনা ছিল। কিছুকিছু সীমাবন্ধতার কথা চিন্তা করে এই র‍্যামের সিস্টেম চালু করেনি। যেহেতু কয়েকদিন বাদেই ফাইভজি প্রযুক্তি আসতে যাচ্ছে সেই হিসেবে বিবেচনা করে ভার্চুয়াল র‍্যাম সিস্টেম বাজারে এসেছে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post