src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Walton Primo Zx4 Details Specification||ওয়ালটন প্রিমো জেট এক্স৪ স্পেসিফিকেশন

Walton Primo Zx4 Details Specification||ওয়ালটন প্রিমো জেট এক্স৪ স্পেসিফিকেশন

বাজারে আসতে যাচ্ছে Walton Primo Zx4 স্মার্টফোন। বাজারে আসার আগেই ফোনটির বেশকিছু স্পেসিফিকেশন আমরা জানতে পেরেছি। সেইসকল স্পেসিফিকেশন নিয়েই আমাদের আজকের আর্টিকেল। আজকে Walton Primo Zx4 ফোনটির স্পেকের পাশাপাশি ভালো ও মন্দ দিক বিবেচনায় সেটি কেনা কাদের জন্য ভালো হবে, সেটিও আলোচনা করা হবে।

Walton Primo Zx4 Details
Walton Primo Zx4 Details

Walton Primo Zx4 Details Specification

★ ফোনটিতে থাকবে ৬.৬৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে।
★ মিডিয়াটেক হিলিও জি৯৫ প্রসেসর।
★ র‍্যাম রম ভ্যারিয়েন্ট ৮/১২৮ জিবি।
★ ক্যামেরায় থাকবে প্রাইমারী ক্যামেরা হিসেবে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ক্যামেরা হিসেবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
★ Walton Primo Zx4 ফোনটিতে সাইড মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
★ ব্যাটারি হিসেবে ৪০০০ এমএইচ ব্যাটারির সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার থাকবে।
★ গ্লাস বডি ও এলুমিনিয়াম ফ্রেম থাকবে।

এককথায় ফোনটির স্পেসিফিকেশন দেখে যথেষ্ট ভালো মানের স্মার্টফোন মনে হচ্ছে। তবে ব্যাটারি সেকশনে Walton Primo Zx4 ফোনটি আরেকটু আপগ্রেড হওয়া উচিৎ ছিল। যদিও ফোনটি গেমিং ফোন তবুও যারা হ্যাভি গেমার আছেন, তাদের জন্য আদর্শ হবেনা। যারা হালকাপাতলা গেইমস খেলেন তারা Walton Primo Zx4 ফোনটি কিনতে পারেন। এছাড়া ক্যামেরার জন্য এই ফোনটি সেরা ফোন হতে পারে। যারা ক্যামেরার জন্য ফোন কিনবেন ভাবছেন, তারা এই ফোনটি কিনে নিতে পারেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post