আমরা স্মার্টফোন কিনতে গেলেই প্রসেসরের কথা শুনি। প্রসেসর ফোনের ক্ষেত্রে কি কাজে লাগে সেটি অনেকেই জানিনা। প্রসেসর দেখেই আমরা ফোন কিনে থাকি। সে প্রসেসর আমাদের আদৌ কোন কাজে লাগবে কিনা সেটা জানিনা। প্রসেসর স্মার্টফোনের কি কাজে লাগে সেটিই আমাদের আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় হবে।
![]() |
মোবাইলের প্রসেসর কি কাজে লাগে |
গত তিন থেকে চারবছর আগে স্মার্টফোনের বাজারে প্রসেসর শব্দটা এতটা প্রচলিত ছিলনা। সাম্প্রতিক সময়ে প্রসেসর শব্দটা প্রতিটা স্মার্টফোনের বক্সেই উল্লেখ করে দিতে হয়। ফোন কিনতে গেলেই জিজ্ঞাসা করি এটি কোয়ালকম নাকি মিডিয়াটেক বা স্নাপড্রাগন নাকি মিডিয়াটেক! প্রসেসর নিয়ে আমাদের মনে রয়েছে নানা কৌতুহল। কারো কারো মতে, প্রসেসর হলো স্মার্টফোনের প্রান। যেখানে আগে মানুষজন র্যামকে স্মার্টফোনের প্রান মনে করতো। সাম্প্রতিক সময়ে প্রসেসরকে স্মার্টফোনের প্রান মনে করা হয়।
আপনি যে এন্ড্রয়েট সিস্টেমের উপর ফোনটি ব্যাবহার করছেন, সেটি একটি নির্দিষ্ট প্রসেসরের উপর চলছে। কোয়ালকম স্নাপড্রাগন হলো প্রসেসর উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম। অন্যদিকে মিডিয়াটেক হলো আরেকটি প্রসেসর উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম। এখনকার দিনে বাজারে কোয়ালকম স্নাপড্রাগনকে সেরা প্রসেসর হিসেবে বলা হয়ে থাকে। তবে কোন কোন ক্ষেত্রে মিডিয়াটেক পিছিয়ে নেই। সবচেয়ে বেশি ব্যাবহৃত প্রসেসর মিডিয়াটেক হিলিও সিরিজ।
একটি ফোনের পুরো কার্যক্রম বা পারফরমেন্স কেমন হতে যাচ্ছে তা নির্ভর করে সেই ফোনের প্রসেসরের প্রসেসিং পারফরমেন্সের উপর। ফোনের প্রসেসর পারফরমেন্স ভালো হলে ফোন হ্যাং করবেনা, দ্রুত কাজ করবে, ভালো ছবি উঠবে। প্রসেসর পারফরমেন্স খারাপ হলে, ফোন কিছুদিন ব্যাবহারের পরে স্লো হবে,ক্যামেরা খারাপ হবে,ছবি খারাপ উঠবে। বাজারে সেহেতু কোয়ালকম স্নাপড্রাগনের প্রসেসরের দাম কিছুটা বেশি সেহেতু এই প্রসেসরকে ভালো প্রসেসর হিসেবে গন্য করা হয়। ভালো ও নামীদামী ব্রান্ড তাদের প্রিমিয়াম বাজেট ফোনে স্নাপড্রাগন প্রসেসর ব্যাবহার করে থাকে। এইজন্যই স্নাপড্রাগন প্রসেসরকে ভালো প্রসেসর ধরে নেয়া হয়।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।