Symphony Z40 এযাবতকালে সিম্ফনির সেরা ফোন বলা যায়। আপনি যদি সিম্ফনি ভক্ত হয়ে থাকেন তাহলে Symphony Z40 ফোনটি কিনতে পারেন। Symphony Z40 ফোনে ভালো এবং মন্দ উভয় দিক নিয়েই আমাদের আজকের আর্টিকেল থাকবে।
![]() |
Symphony Z40 |
সিম্ফনি জেট ৪০ ফোনটি ৬.৫৫ ইঞ্চির পাঞ্চ হোল ক্যামেরা যুক্ত ডিসপ্লে। গত ৬মাস আগেও ১৫ হাজার নিচে বাজেটে কেউ পাঞ্চ হোল ক্যামেরা ফোন দিত না। Symphony Z40 ফোনের দাম মাত্র ৯হাজার ৯৯০ টাকা।
Symphony Z40 ফোনটির সামনে ও পেছনে উভয়পাশেই ১৩ মেগাপিক্সেল ক্যামেরা আছে। পেছনের ক্যামেরা সেটাপ ১৩+৫+২ আর সামনে ১৩ মেগাপিক্সেল পাঞ্চ হোল সেলফি ক্যামেরা থাকবে।
সিম্ফনি জেড ৪০ ফোনের র্যাম ও রম হিসেবে থাকছে ৩জিবি র্যাম ও ৩২ জিবি রম। যাতে ডিডিআর ফোর র্যাম থাকবে। ফলে ফোনটি স্লো বা হ্যাং করার সম্ভাবনা নাই বললেই চলে।
Symphony Z40 ফোনটিতে থাকছে টাইপ সি সাপোর্ট। আজকের দিনে বাজারে এসে ১৬ হাজার টাকার অনেক ফোনেও টাইপ বি সাপোর্ট দেয়। যেখানে সিম্ফনি মাত্র ১০ হাজার টাকা বাজেটে কোন ফোনে আপনাকে টাইপ সি সাপোর্ট সিস্টেম দিচ্ছে।
এছাড়া এই বাজেটে সিম্ফনি যে ডিজাইনিং দিচ্ছে। এককথায় অসাধারণ। ফোনটি হাতে নিলে মনে হবে অন্তত ১৫ হাজারের বেশি বাজেটের ফোন। এছাড়া এই ফোনে আপনাকে সামনে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিচ্ছে। যা এই যুগে ১৮ হাজার বাজেটেও অনেকে দেয়না।
সারমর্ম, দশ হাজার টাকার বাজেটে Symphony Z40 ফোনের বিকল্প আর হতেই পারেনা। যাদের বাজেট দশ হাজারে সীমাবদ্ধ তারা সিম্ফনি জেট ৪০ স্মার্টফোনটি কিনে ফেলতে পারেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।