বর্তমানে ইউটিউব সহ সোস্যাল মিডিয়ায় ঢুকলেই Snack Video App বিজ্ঞাপন দেখা যায়। অনেকেই এই বিজ্ঞাপন দেখে এপ্স ইন্সটল দিয়ে কাজ শুরু করে। তবে যারা জানেন না,তাদের উদ্দেশ্যে বলি এটি টিকটকের মতোই একটি এপ্লিকেশন। যারা টিকটক ব্যাবহার করেন, তাদেরকে এই এপ্সে আনার জন্য এখানে রেফার বোনাস সহ বিভিন্ন প্রলোভন দেখানো হয়।
![]() |
Snack Video App কিভাবে রেফার বোনাস দেয় |
স্নেক এপ্স প্রতি রেফারে প্রথমদিকে ৯০ টাকা অফার করতো। এখন ৩০০ টাকা অফার করে। তবে এই ৩০০ টাকার জন্য অনেক শর্ত আছে। যদিও আমরা নিজে ৩জন রেফার করেও কোনপ্রকার টাকা পাইনি। সেই কথা আর্টিকেলের শেষাংশে বলছি। মূলত Snack Video App জনপ্রিয়তা পাবার জন্য রেফার বোনাস দিচ্ছে।
Snack Video App কাজ বলতে, আপনি যদি টাকা আয়ের জন্য স্নেক ভিডিওতে কাজ করেন, তাহলে আমাদের পরামর্শ থাকবে আপনি টিকটক বা লাইকীতে কাজ করুন। টিকটক বা লাইকীতে কাজ করলে টাকা আয়ের গ্যারান্টি পাবেন। কারন টিকটক বা লাইকি আন্তর্জাতিক মানের এপ্স। Snack App রেফার করলে, ভিডিও দেখলে পয়েন্ট জমা হয়। সেই পয়েন্ট আবার টাকায় রূপান্তর হয়। সেগুলা মোবাইলে রিচার্জ হিসেবে নিয়ে নেয়া যায়। তবে আপনি যদি নিজের চেহারা দেখিয়ে ভিডিও বানাতে না পারেন,তাহলে আপনি ফলোয়ার বাড়াতে পারবেন না। ফলোয়ার না বাড়ালে সেইমানের আয় ও করতে পারবেন না। অনেকে আছে নাটকের অংশ কেটে এনে হুবহু ভিডিও আপলোড করে দেয়। এভাবে ভিডিও দিলে আইডি ব্যান হওয়ার সম্ভাবনা থাকে।
আপনি ফেইস দেখিয়ে ভিডিও বানিয়ে পপুলার হয়ে,যেকোন প্লাটফর্মেই জনপ্রিয় হতে পারবেন। আপনি যদি সত্যিই একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে টিকটক বা লাইকির মতো প্লাটফর্মে কাজ করতে পারেন।
তবে সাম্প্রতি Snack Video এপ্লিকেশন কতৃপক্ষ সত্যিই টাকা দেয় কিনা সেটা যাচাই করার জন্য আমরা একটি একাউন্ট খুলি। খুলে নিজের পরিচিত দুজন বন্ধুদের রেফার করি। রেফার করার ক্ষেত্রে শতভাগ নিয়ম মেনেই রেফার করি। পাশাপাশি ফেসবুক গ্রুপে শেয়ার করার ফলে আরো একজন রেফারার হয়। দুঃখজনক হলেও সত্য, স্নাক ভিডিও কতৃপক্ষ আমাদের ৩০০ টাকা তো দূরে থাক, এক টাকাও রেফার বোনাস দেয়নি। তারপর এপ্লিকেশন আন ইন্সটল করে দিই।
এখন সিদ্ধান্ত আপনাদের, স্নাক ভিডিও নিয়ে কাজ করবেন,নাকি করবেন না।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।