src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Snack Video App দিয়ে কিভাবে আয় করে?

Snack Video App দিয়ে কিভাবে আয় করে?

অনলাইনে ঢুকলেই এখন আমাদের Snack Video App বিজ্ঞাপন দেখায়। আমরা অনেকেই হয়তো স্নেক এপ্স নিয়ে জানি আবার অনেকেই Snack App নিয়ে জানিন। Snack Video App দিয়ে কিভাবে ইনকাম করা যাবে এই নিয়েই আমাদের আজকের আর্টিকেল। আশাকরি আর্টিকেলের শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন।

Snack Video App দিয়ে কিভাবে আয় করে
Snack Video App দিয়ে কিভাবে আয় করে

আপনারা যারা এই আর্টিকেল পড়তে এসেছেন তারা কিছুটা হলেও Snack Video App নিয়ে জেনেছেন। না জানলেও আজ জানতে পারবেন। Snack Video App মূলত একটি এপ্লিকেশন। এটি অনেকটা টিকটকের মতোই কাজ করে। টিকটিক এমনিতেই সারা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে কিন্তু Snack Video App বাংলাদেশের এপ্লিকেশন। বাংলাদেশে জনপ্রিয়তা পাবার জন্য এটি কাজ করে যাচ্ছে। আপনি যদি Snack App ডাউনলোড করে নিয়মিত ভিডিও আপলোড করেন,তাহলে আপনি টিকটকের মতো টাকা পাবেন। স্নেক এপ্স নতুন,তাই তাদের মার্কেটিং কৌশল হিসেবে তারা রেফার বোনাস সহ আরো কিছু বোনাস দিচ্ছে। যাতে সবাই টিকটক ছেড়ে স্নেক এপ্সে ভিডিও বানায়।

Snack Video App দিয়ে কিভাবে কিত টাকা পাওয়া যায়?
আপনি কারো রেফারে জয়েন না করলে Snack Video App দিয়ে কোন টাকা আয় করতে পারবেন না। আপনাকে অবশ্যই কারো রেফারে জয়েন দিয়ে এপ্স ইন্সটল দিতে হবে। এইজন্য আপনি যদি ইতিমধ্যে স্নেক এপ্স ডাউনলোড দিয়ে থাকেন সেটি আন-ইন্সটল করে দিন। তারপর প্লেসোর থেকে ডাউনলোড দিন।

ডাউনলোড দেয়ার আগে কিছু নিয়ম শুনে নিন। প্রথমে তারপর স্নেক ভিডিও ইন্সটল করুন। করার পরে হাতের একদম ডানদিকে যান। সেখানে Input Invitation Code অপশনে গিয়ে কপি করা কোডটি সাবমিট করুন। ব্যাস ৩০ টাকা বোনাস পেয়ে যাবেন। যদি তখন কোড কপি করে না থাকেন, তাহলে কোডটি আবার বলছি।

Invitation Code অনলাইনে পেয়ে যাবেন।

এই কোড সাবমিট না করলে যতই ভিডিও দেখেন,কোন লাভ হবেনা।

তারপর আপনার এপ্সে বন্ধুদের রেফার করুন। বন্ধুদের মধ্যে কেউ যদি আপনার ইনভাইটেশন পেয়ে জয়েন করে,তাহলে আপনি প্রাথমিক অবস্থায় ৬০ টাকা পাবেন। আপনার সেই বন্ধুটি Snack Video App তিনদিন অন্তত ১৫ মিনিটস ধরে ব্যাবহার করলে, আপনাকে তারপর ৩৫ টাকা দেয়া হবে। তিনদিনের বেশি ব্যাবহার করলে তারপর ধারাবাহিকভাবে আপনাকে আরো ২০৫ টাকা দেয়া হবে। আপনি একজন রেফার করে সর্বমোট ৩০০ টাকা বোনাস পাচ্ছেন।

Snack App টাকা রাত ১২ টার পর সকাল ৮ টার আগে পয়েন্টিগুলো টাকায় রূপান্তর করা হবে। টাকায় রূপান্তর করা হলে, আপনি সর্বনিম্ন ২০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। আপনি আপনার  Snack Video App থেকে যেকোন নাম্বারে রিচার্জ করতে পারবেন। রিচার্জ রিকুয়েস্ট দেয়ার একঘন্টার মধ্যেই আপনি রিচার্জের টাকা পেয়ে যাবেন। এখন পর্যন্ত Snack Video App এ কাজ করে টাকা পায়নি এমন অভিযোগ পাইনি। তবে অদূর ভবিষ্যৎতে কি হবে সেটা আমরা কেউই জানিনা।

তবে সাম্প্রতি Snack Video এপ্লিকেশন কতৃপক্ষ সত্যিই টাকা দেয় কিনা সেটা যাচাই করার জন্য আমরা একটি একাউন্ট খুলি। খুলে নিজের পরিচিত দুজন বন্ধুদের রেফার করি। রেফার করার ক্ষেত্রে শতভাগ নিয়ম মেনেই রেফার করি। পাশাপাশি ফেসবুক গ্রুপে শেয়ার করার ফলে আরো একজন রেফারার হয়। দুঃখজনক হলেও সত্য, স্নাক ভিডিও কতৃপক্ষ আমাদের ৩০০ টাকা তো দূরে থাক, এক টাকাও রেফার বোনাস দেয়নি। তারপর এপ্লিকেশন আন ইন্সটল করে দিই।
এখন সিদ্ধান্ত আপনাদের, স্নাক ভিডিও নিয়ে কাজ করবেন,নাকি করবেন না।

অনেক এপ্লিকেশন আছে যারা শুরুতে মার্কেটিং কৌশল হিসেবে শুরুর দিকে রেফার বোনাস সহ অনেক অফার দেয়। কয়েকদিন যাবার পরে আগের মতো পেমেন্ট দেয়না। Snack Video App ভবিষ্যৎ কি হয়,সেটাও কেউ বলতে পারছিনা।

Snack Video দিয়ে আইডি ভ্যারিফাই করে কিভাবে?
স্নেক ভিডিওতে আইডি ভ্যারিফাই করা যায়না। আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড দেন এবং তখন আপনার অটোমেটিক ফলোয়ার বাড়বে। যখন আপনার অনেক ফলোয়ার হবে,ভিডিওতে অনেক ভিও হবে,তখন Snack Video কতৃপক্ষ নিজে থেকেই আপনার Snack Video এপ্স ভেরিফাইড করে দিবে। কাউকে টাকা দিলে সেই ব্যাক্তি আপনাকে ভেরিফাই করে দিতে পারবেনা। তাই কারো ফাঁদে পড়ে, আইডি ভেরিফাই করতে যাবেন না।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post