src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Realme GT Master Edition Specification||রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্পেসিফিকেশন

Realme GT Master Edition Specification||রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্পেসিফিকেশন

রিয়েলমি বাজারে আনতে যাচ্ছে Realme GT স্মার্টফোন। বাজারে আসার আগেই ব্যাপক হাইপ তুলছে গেজেট বাজারে। ফোনটির আন অফিশিয়াল দাম হতে পারে প্রায় ৪২ হাজার টাকা। আজকের আর্টিকেলে রিয়েলমি জিটি ফোনটির মূল আকর্ষণ হিসেবে যা যা থাকছে পাশাপাশি ভালোমন্দ বিচারে ফোনটি আপনার জন্য কেমন হতে পারে, সেটিই আজকের আলোচ্য বিষয়।

Realme GT Master Edition
Realme GT Master Edition

Realme GT ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ

★ সুপার এমোলেড ডিসপ্লের সাথে বাধ্যতামূলকভাবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ প্রাইমারি ক্যামেরা হিসেবে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা আর সেলফি ক্যামেরা হিসেবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
★ পাওয়ার সেকশনে ৪৩০০ এমএইচ ব্যাটারির সাথে ৬৫ ওয়াটের চার্জার পাচ্ছেন।
★ যারা হ্যাভি গেমার আছেন, তাদের নিশ্চিন্তের জন্য আছে লিকুইড কুলিং টেকনোলোজি। ফলে দীর্ঘক্ষন গেমিং করলেও হিটিং ইসুৎ হওয়ার সম্ভবনা কম।
★ এছাড়া ১২০ হার্যের রিফ্রেশ রেটের পাশাপাশি ৩৬০ হার্যের টাচ সেম্পলিং রেট সুবিধা পাবেন।

Realme GT ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ ফোনটির ব্যাটারি সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো। কারন গেমিং ফোন হিসেবে ব্যাটারি আরো বেশি হওয়া উচিৎ ছিল।

Realme GT ফোনটি যাদের কেনা উচিতঃ যারা রিয়েলমির ভক্ত আছেন। পাশাপাশি যারা গেমিং করার জন্য ফোন কিনবেন ভাবছেন, তারা এটি নিতে পারেন। কারন গেমিং ফোনের স্পেসিফিকেশন হিসেবে ভালো স্পেসিফিকেশন দেয়া হয়েছে। এছাড়া যারা ক্যামেরার জন্য ফোন কিনবেন বলে ভাবছেন, তারা Realme GT এই ফোনটি কিনতে পারেন। 

Realme GT ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা গেমিং করবেন না, তারা এটি এড়িয়ে যেতে পারেন। কারন এটি গেমিং ফোন। তবুও ভালো ক্যামেরা বিবেচনায় কিনতে পারেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।

Previous Post Next Post