src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Realme 8s Price Specification||রিয়েলমি ৮এস দাম স্পেসিফিকেশন

Realme 8s Price Specification||রিয়েলমি ৮এস দাম স্পেসিফিকেশন

সাম্প্রতি Realme 8s ফোন বাজারে আসতে যাচ্ছে। বাজারে আসার আগেই এই ফোনের কিছু স্পেসিফিকেশন আমরা জানতে পেয়েছি। সেইসব স্পেসিফিকেশন নিয়েই আমাদের আজকের বিশ্লেষণ। Realme 8s ফোনটির ভালো ও মন্দ দিক বিবেচনায় ফোনটি কেমন হতে যাচ্ছে, সবকিছু বিবেচনায় হবে আমাদের আজকের আর্টিকেল।

Realme 8s Price Specification
Realme 8s Price Specification

Realme 8s ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★এই প্রথমবারের মতো কোন স্মার্টফোনে ব্যাবহার হতে যাচ্ছে মিডিয়াটেক ডায়মনসিটি ৮১০ প্রসেসর। যা ফাইভজি প্রসেসর।
★ স্পেসিফিকেশন ও সাইজ বিবেচবায় ওজনে অনেক কম।
★ ফোনটিতে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে আছে। সেটি ৯০ হার্যের রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
★ Realme 8s ফোনে পাওয়ার সেকশনে ৫০০০ এমএইচ ব্যাটারির সাথে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার থাকবে।
★ প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল, সেলফি ক্যামেরা ১৬ ম্যাগাপিক্সেল। এখনকার বাজারে বেশিরভাগ ক্রেতাই এমনটা চায়।

Realme 8s ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ ফোনটিতে গতানুগতিক ডিজাইনিং দেয়া হয়েছে। ডিজাইনিং ততটা ভিন্নতা নেই।
★ রিফ্রেশ রেট ৯০ হার্যের পরিবর্তে ১২০ হার্যের হলে ভালো হতো।
★ প্রসেসর সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো। স্নাপড্রাগনের প্রসেসর ব্যাবহার করলেও পারতো।

Realme 8s ফোনটি যাদের কেনা উচিতঃ যারা রিয়েলমির ফ্যান আছেন, যারা বাজেটে স্পেক ফোন চাচ্ছেন। মানে প্রসেসর,ক্যামেরা,ব্যাটারি চার্জার সবকিছু মিলিয়ে পরিপাটি একটি প্যাকেজ চাচ্ছেন, তাদের জন্য Realme 8s হতে পারে সেরা চয়েজ।

Realme 8s ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ এখনো ফোনটি অফিশিয়ালভাবে বাজারে আসেনি। সুতরাং দাম ঠিকভাবে না জেনে বলা যাচ্ছেনা। তবে স্পেসিফিকেশন দেখে একটা কম্পেক্ট প্যাকেজ ফোন মনে হচ্ছে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।

Previous Post Next Post