স্মার্টফোনের মার্কেটে শাওমির Poco M3 ফোনটি বেশ কয়েকদিন ধরেই ব্যাপক আলোচনায় আছে। বাজারে এসেই ভালো চমক দেখাচ্ছে Poco M3 ফোন। আমাদের দেখা এই প্রথম কোন স্মার্টফোন ব্রান্ড বাজারে এসে চারটি ভ্যারিয়েন্টে স্মার্টফোন লাঞ্চ করেছে, আর সেটি
Poco M3 ফোন। Poco M3 ৪/৬৪ ভ্যারিয়েন্টের দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। Poco M3 ৪/১২৮ ভ্যারিয়েন্টের দাম ১৬ হাজার ৪৯৯ টাকা। Poco M3 ৬/৬৪ ভ্যারিয়েন্টের দাম ১৬ হাজার ৯৯৯ টাকা। Poco M3 ৬/১২৮ ভ্যারিয়েন্টের দাম ১৭ হাজার ৯৯৯ টাকা। কেন পকো ব্রান্ডিং দিয়ে একইসাথে চারটি ভ্যারিয়েন্ট বের করলো ও এই ফোনের বিস্তারিত আজকের আলোচ্য বিষয়।
![]() |
Poco M3 চারটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে |
Poco M3 ফোনটি চারটি ভ্যারিয়েন্টে আপনি পাবেন। সবচেয়ে কম ১৪ হাজার ৯৯০ থেকে শুরু করে ১৭ হাজার ৯৯০ টাকা পর্যন্ত। এই ফোনটির ডিসপ্লে ফুল এইচডি প্লাস সাপোর্টেড। পেছনে তিনটি ক্যামেরা থাকবে। পেছনের প্রাইমারী ক্যামেরা ৪৮ ম্যাগাপিক্সেল। ব্যাটারি সেকশনে থাকছে ৬০০০ এমএইচের বিশাল ব্যাটারি। সাইড মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে প্রসেসর হিসেবে কোয়ালকম স্নাপড্রাগন ৬৬২ প্রসেসর পাবেন। Poco M3 ফোনের পেছনে মেক্রো ও পোট্রেইট দুটো ক্যামেরাই থাকছে।
Poco M3 ফোনটি কম বাজেটে বেশি স্পেসিফিকেশন দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। এই বাজেটে পকোই প্রথমে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিয়েছে। ১৫ হাজার বাজেটে কিভাবে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ফোন বাজারে আনতে হয়, সেটা পকোই প্রথমে এনে দেখিয়েছে। পাশাপাশি তারা আপনাকে স্নাপড্রাগনের প্রসেসর দিচ্ছে। যেহেতু কম বাজেটে অনেক বেশি স্পেসিফিকেশন দিচ্ছে সেহেতু পকো কয়েকটি ভ্যারিয়েন্টে ফোন লাঞ্চ করে মিড বাজেট সেগমেন্ট পুরোটাই তাদের দখলে নিতে চেয়েছে। যাদের বাজেট কম তারা ১৫ হাজার বাজেটে Poco M3 কিনে নিবে। যাদের বাজেট ভালো তারা Poco M3 ১৮ হাজার টাকায় ৬/১২৮ ভ্যারিয়েন্টে কিনে নিবে। এছাড়া যারা গেমার আছেন তারা বেশি র্যাম ও রম যুক্ত ফোন নিতে পারছে। যারা গতানুগতিক সাধারন ব্যাবহারকারী তারা কম বাজেটে ১৫ হাজারে ৪/৬৪ ভ্যারিয়েন্ট কিনে নিবে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।