src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Poco M3 ফোনটির সেরা দিক কি?

Poco M3 ফোনটির সেরা দিক কি?

স্মার্টফোনের মার্কেটে শাওমির Poco M3 ফোনটি বেশ কয়েকদিন ধরেই ব্যাপক আলোচনায় আছে। বাজারে এসেই ভালো চমক দেখাচ্ছে Poco M3 ফোন। আমাদের দেখা এই প্রথম কোন স্মার্টফোন ব্রান্ড বাজারে এসে চারটি ভ্যারিয়েন্টে স্মার্টফোন লাঞ্চ করেছে, আর সেটি
Poco M3 ফোন। যে কারনে Poco M3 পকোর সেরা ফোন সেটিই আজকের আলোচ্য বিষয়।

Poco M3 ফোনটির সেরা দিক
Poco M3 ফোনটির সেরা দিক

Poco M3 ফোনটি চারটি ভ্যারিয়েন্টে আপনি পাবেন। সবচেয়ে কম ১৪ হাজার ৯৯০ থেকে শুরু করে ১৭ হাজার ৯৯০ টাকা পর্যন্ত। এই ফোনটির ডিসপ্লে ফুল এইচডি প্লাস সাপোর্টেড। পেছনে তিনটি ক্যামেরা থাকবে। পেছনের প্রাইমারী ক্যামেরা ৪৮ ম্যাগাপিক্সেল। ব্যাটারি সেকশনে থাকছে ৬০০০ এমএইচের বিশাল ব্যাটারি। সাইড মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে প্রসেসর হিসেবে কোয়ালকম স্নাপড্রাগন ৬৬২ প্রসেসর পাবেন। Poco M3 ফোনের পেছনে মেক্রো ও পোট্রেইট দুটো ক্যামেরাই থাকছে।

এছাড়া Poco M3 ফোনটিতে এই বাজেটে যত ধরনের স্পেসিফিকেশন দিচ্ছে সেটা আপনি পাবেন। আপনি পকো এম থ্রি দিয়ে একটানা সতেরো ঘন্টা ভিডিও দেখতে পারবেন। তাও ফুল এইচডি প্লাস ডিসপ্লেতে। কারন এই ফোনে দিচ্ছে ছয় হাজার এমএইচের বিশাল ব্যাটারি। যা আপনাকে অনায়াসে দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকাপ দিবে। Poco M3 ফোনটি পকোর ব্রান্ডিং ২০২১ সালের বাজারে সেরা ফোন বলা যায়। আপনার যদি পকো ব্রান্ডিং স্মার্টফোন কেনার পরিকল্পনা থেকে থাকে,তাহলে Poco M3 ফোনটি কিনে ফেলতে পারেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post