ওয়াইফাই বা ইন্টারনেট সংযোগ নিতে গেলে একটা কমন শব্দ শোনা যায়। অপটিকাল ফাইভার নাকি ক্যাট সিক্স ক্যাবল! যারা এই দুটো বিষয় জানেন না, তাদের জন্যই মূলত আমাদের আর্টিকেল। অপটিক্যাল ক্যাবল ও ক্যাট সিক্স ক্যাবলের পার্থক্য নিয়েই আমাদের আজকের আর্টিকেল।
অপটিক্যাল ফাইভার ক্যাবলঃ যে ক্যাবলে কাচের মতো সচ্ছ ধাতব পদার্থের মাধ্যমে ইইন্টারনেট আদানপ্রদান হয়,সেটাই অপটিক্যাল ক্যাবল।
![]() |
অপটিক্যাল ক্যাবল আর ক্যাট সিক্স ক্যাবলের পার্থক্য |
ক্যাট সিক্স ক্যাবলঃ সিসি ক্যামেরা বা টেলিফোন লাইনে যে ক্যাবল ব্যাবহার হতো সেটিই ক্যাট সিক্স ক্যাবল। ক্যাট সিক্স ক্যাবলের দাম অপটিক্যাল ফাইভার ক্যাবলের চেয়েও অনেক কম।
আপনার ওয়াইফাই বা ইন্টারনেট সংযোগ যদি অপটিক্যাল ক্যাবলে হয় তাহলে নিরবিচ্ছিন ইন্টারনেট পাবার সম্ভাবনা বেশি। অপটিক্যাল ফাইভার লাইন নিতে নূন্মতম এক হাজার থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা প্রয়োজন হয়। অপটিকাল ক্যাবলে আপনার বাসা একটি ডিভাইস দেয়া থাকে। যাকে অনেকে অনু বলে। মূলত এই অনু আপনার ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে। আপনি কতটুকু ইন্টারনেট ব্যাবহার করছেন,আপনার সংযোগ চালু নাকি বন্ধ আছে সেটি অনু ডিভাইসের মাধ্যমে আইএসপি অফিস থেকে বুঝতে পারে। আপনার বাসায় আইপিএস সংযোগ থাকলেই আপনি ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন, যদি আপনার সংযোগটি অপটিক্যাল ফাইভারের হয়। এছাড়া অপটিক্যাল ফাইভারের তার অনেক শক্তপোক্ত হয়ে থাকে। মাঝারি মাত্রায় ঝড় বৃষ্টিতে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হয়না।
এবার আসি, কেট সিক্স ক্যাবল প্রসঙ্গে, আমাদের বাংলাদেশ এখনো গ্রামেগঞ্জে বা কিছুকিছু মফস্বল এলাকায় ক্যাট সিক্স ক্যাবলে ইন্টারনেট সংযোগ দেয়া থাকে। ক্যাট সিক্স ক্যাবলে লাইন নিতে পাঁচশত থেকে সাতশো টাকা নিয়ে থাকে। ক্যাট সিক্স ক্যাবল সংযোগের ক্ষেত্রে ইন্টারনেট তুলনামূলক বেশি উঠানামা করে। এছাড়া ক্যাট সিক্স ক্যাবল সংযোগে আপনার বাসায় আইপিএস থাকলেও ব্যাবহার করতে পারবেন না। কারন ক্যাট সিক্স ক্যাবলে আপনার বাসায় সংযোগ দেয়ার আগে ডিশ সংযোগের মতো লাইন বক্স থাকে। সেই লাইন বক্সে বিদুৎ সংযোগ না থাকলে, আপনার সংযোগ থাকবেনা। এছাড়া মফস্বল এলাকায় এমন ঘটে যে, আপনার বাসায় রাউটারে বিদুৎ সংযোগ আছে কিন্তু বাসার নিচে লাইন বক্সে বিদুৎ সংযোগ নেই। তখন আপনার বাসায় বিদুৎ থাকা স্বত্তেও আপনি ইন্টারনেট পাবেন না।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।