বাংলাদেশের বাজারে গত একযুগ ধরে সুনামের সাথে একের পর এক স্মার্টফোন লাঞ্চ করে যাচ্ছে Oppo Mobile ব্রান্ড। সাম্প্রতি অপ্পো তাদের কিছু ফোনের দামে কিছুটা ছাড় দিয়েছে। মূলর ঈদ উপলক্ষে Oppo তাদের এই ছাড় দিচ্ছে। মোট ছয়টি স্মার্টফোনে Oppo এই ছাড় দিচ্ছে। ওপ্পো তাদের যে ফোনগুলাতে এই ছাড় দিচ্ছে সেগুলা নিয়েই আমাদের আজকের আর্টিকেল।
![]() |
অপ্পোর যেসকল ফোনের দাম কমলো |
Oppo F19 Pro এই ফোনটির দাম ২৮ হাজার ৯৯০ টাকা। অফারে আপনি কিনতে পারবেন ২৬ হাজার ৯৯০ টাকা মাত্র। অপ্পোর এই ফোনটি ৬.৪৩ ইঞ্চি, পাঞ্চহোল এমোলেড ডিসপ্লে। ব্যাটারি হিসেবে ৪৩১০ এমএইচ ব্যাটারি। চার্জিং সাপোর্ট হিসেবে থাকছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জার।
Oppo F19 এই ফোনটির অফার মূল্য ২১হাজার ৯৯০ টাকা। ফোনটি ৬.৪৩ ইঞ্চির। ফোনটির বিশেষত্ব ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। ব্যাটারি সেকশনে ৫০০০ এমএইচের ব্যাটারির সাথে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার। প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্নাপড্রাগন ৬৬২ প্রসেসর।
Oppo A53 এই ফোনটির অফার মূল্য ১৬ হাজার ৯৯০ টাকা। ফোনটি ৯০ হার্যের রিফ্রেশ রেট সাপোর্টেড। ৫০০০ এমএইচ ব্যাটারির সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার তো থাকছেই।
Oppo A15s এই মোবাইলটির মূল্য ছিল ১৩ হাজার ৯৯০ টাকা। অফার মূল্য ১২ হাজার ৯৯০ টাকা রাখা হচ্ছে। ফোনটি ৪/৬৪ ভ্যারিয়েন্টে পাবেন। ডিসপ্লে সাইজ ৬.৫২ ইঞ্চি। ব্যাটারি সেকশনে থাকছে ৪৩৫০ এমএইচের ব্যাটারি।
Oppo Reno 5 এই ফোনটির বাজার মূল্য ছিল ৩৫ হাজার ৯৯০ টাকা। অফার মূল্য ৩২ হাজার ৯৯০ টাকা। এই ফোনটির বিশেষত্ব হলো ৯০ হার্যের রিফ্রেশ রেট সুবিধা পাবেন। চার্জিং সেকশনে ৫০ ওয়াটের ফাস্ট চার্জার সুবিধা। এছাড়া প্রসেসর হিসেবে স্নাপড্রাগন ৭২০জি প্রসেসর পাবেন।
যারা Oppo Mobile ভক্ত আছেন, তারা চাইলে এই ঈদ অফারে যেকোন একটি স্মার্টফোন কিনে নিতে পারেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।