বাজারে আসতে যাচ্ছে ওয়ানপ্লাসের Oneplus Nord 2 ফোন। ফোনটি বাজারে আসার আগেই স্পেসিফিকেশন প্রকাশ পেয়েছে। যারা Oneplus Nord 2 ফোনটি আগে থেকেই কেনার পরিকল্পনা করে রেখেছেন, তাদের জন্যই আমাদের আজকের আর্টিকেল। সবকিছু বিবেচনায় ওয়ানপ্লাসের নর্ড টু ফোনটি কেমন হতে যাচ্ছে,ভালোমন্দ সবকিছু বিশ্লেষণ করা হবে আজকের আর্টিকেলে।
![]() |
Oneplus Nord 2 5G Price |
Oneplus Nord 2 ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ সুপার এমোলেড ডিসপ্লের সাথে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ স্পেসিফিকেশন ও সাইজ অনুযায়ী ওজনে অনেক কম।
★ প্রসেসর হিসেবে Oneplus Nord 2 ফোনে দেয়া হচ্ছে কোয়ালকম স্নাপড্রাগন ১২০০ এ আই।
★ ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লের সাথে, ৯০ হার্য রিফ্রেশ রেট সাপোর্টেড ফ্লুইড এমোলেড ডিসপ্লে পাবেন।
★ পাওয়ার সেকশনে ৪৫০০ এমএইচ ব্যাটারির সাথে পাচ্ছেন ৬৫ ওয়াটের চার্জার।
★ স্টোরিও স্পিকার ও ওয়াইফাই সিক্সের সাপোর্ট পাবেন।
★ প্রাইমারী ক্যামেরা হিসেবে থাকছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা আর সেলফি ক্যামেরা হিসেবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
★ Oneplus Nord 2 ফোনটির পেছনে গোরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন পাবেন।
Oneplus Nord 2 ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ স্পেসিফিকেশন অনুসারে ব্যাটারি আরেকটু বেশি দেয়া যেত। তবে ওয়ানপ্লাসের ব্যাটারি কম এমএইচেও ভালো বেকাপ দেয়।
★ ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত। প্রাইমারী ক্যামেরা অন্তত ৬৪ মেগাপিক্সেল দিলেও হতো।
Oneplus Nord 2 ফোনটি যাদের কেনা উচিতঃ যারা ওয়ানপ্লাসের ভক্ত আছেন তারা এই ফোনটি নিতে পারেন। অফিশিয়ালি বাজারে ছাড়া হলে বা ফোনটির দাম সম্পর্কে কোনপ্রকার আপডেট পেলে আমাদের সাইটে সবার আগে দেয়া হবে।
Oneplus Nord 2 ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যেহেতু এখন পর্যন্ত Oneplus Nord 2 ফোনের দাম সম্পর্কে সুস্পষ্ট তথ্য আসেনি, সেহেতু বলা যাচ্ছেনা।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।