src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> পকোর ফোন নিয়ে ব্যাবহারকারীদের অভিযোগ

পকোর ফোন নিয়ে ব্যাবহারকারীদের অভিযোগ

শাওমির সাব ব্রান্ড হিসেবে পকো বাজারে এসেই খুব অল্প সময়ে বেশ জনপ্রিয়তা পায়। পকো ব্রান্ড বাজারে এসে প্রথমেই ফ্লাগশিপ গ্রেডের প্রিমিয়াম বাজেট ফোন লাঞ্চ করে। বিভিন্ন সেলিব্রেট সহ পাবলিক ফিগারদের হাতে দেখা যায় পকো ব্রান্ডিং স্মার্টফোন। তারপর একটাসময় এসে পকো আপার মিড বাজেটে স্মার্টফোন লাঞ্চ করে। তারপর তারা মিড বাজেটে ফোন লাঞ্চ করে। মিড বাজেট ফোন বাজারে আনার পর থেকেই পকো বেশি জনপ্রিয়তা পেতে শুরু করে।

Poco Mobile নিয়ে ব্যাবহারকারীদের অভিযোগ
পকোর ফোন নিয়ে ব্যাবহারকারীদের অভিযোগ

সাম্প্রতিক পকোর ফোন নিয়ে ব্যাবহারকারীদের পক্ষ থেকে বেশকিছু অভিযোগ শোনা যাচ্ছে। পকোর ফোনে আপডেট আসার পরে সেটি আর আগের মতো দ্রুত কাজ করেনা,এমন অভিযোগ শোনা যাচ্ছে। এছাড়া নানা অভিযোগের কারন পকো গত ২০২০ সালের শেষাংশ থেকে ২০২১ সালের মাঝামাঝি পর্যন্ত যতটা সুনাম কুড়িয়েছিল তার বেশি বিতর্কিত হতে যাচ্ছে।

এই অবস্থায় আমাদের ধারনা, হয়তোবা পকো তাদের ফোনে কম বাজেটে বেশি স্পেসিফিকেশন দেয়ার চিন্তায় কিছু নিন্মমানের হার্ডওয়্যার ব্যাবহার করেছে। যার ফলশ্রুতিতে আপডেট আসার পর,পকো সেই আগের পারফরমেন্স বজায় রাখতে পারছেনা।

তবে এটা অস্বীকার করার উপায় নেই যে, পকো স্মার্টফোন মার্কেটে মিড বাজেটে দূর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে কিভাবে স্মার্টফোন আনতে হয় সেটি দেখিয়েছে। পকো ১৪ হাজার বাজেটে প্রথম ফুল এইচডি প্লাস ডিসপ্লে ফোন এনেছে। পকো ১৪ হাজার হাজার বাজেটে সারে বাইশ ওয়াটের ফাস্ট চার্জার কিভাবে ইন বক্স দিতে হয়, সেটা আমাদের দেখিয়েছে। মূলত তারা রিয়েলমির মতো ব্রান্ড,যারা শুরু থেকে কম বাজেটে ভালো স্পেসিফিকেশন দিয়ে আসছিল, তাদের সাথে প্রতিযোগিতা করে স্মার্টফোন লাঞ্চ করে আসছিল।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post