বাজারে আসতে যাচ্ছে নোকিয়ার Nokia Xr20 ফোন। এটি নোকিয়ার রাগেড ফোন। বাজারে আসলে ফোনটির দাম হতে পারে প্রায় ৫২ হাজার টাকা। Nokia Xr20 ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছে, যেসকল দিক বিবেচনায় নিয়ে আপনার এই ফোনটি কেনা উচিত, সেই দিকগুলোই আজকে আলোচনা করা হবে।
![]() |
নোকিয়া এক্স আর ২০ ভালোমন্দ রিভিউ |
Nokia Xr20 ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ নোকিয়ার এই ফোনে থাকবে সাইড মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ স্পেসিফিকেশন ও সাইজ অনুসারে ফোনটি ওজনে অনেক কম।
★ এটিতে আছে পাঞ্চ হোল ক্যামেরা সেটাপ।
★ প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্নাপড্রাগন ৪৮০ প্রসেসর। যা ফাইভজি প্রসেসর।
★ গোরিলা গ্লাস ভিকটাসের সাপোর্ট থাকবে।
★ ক্যামেরা সেটাপে সামনে ৪৮+১৩, সেলফিতে ৮মেগাপিক্সেল ক্যামেরা। একটাও অকাজের ক্যামেরা নয়। প্রতিটা ক্যামেরা যথেষ্ট কাজের দেয়া হয়েছে।
★ ৪৬৩০ ব্যাটারির সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার থাকবে।
★ ১৫ ওয়াটের ওয়ারলেস চাজিং সাপোর্ট থাকবে।
Nokia Xr20 ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ স্পেসিফিকেশন অনুযায়ী বিবেচনা করলে দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত। যদিও নোকিয়ার ক্যামেরার সাথে অন্যদের তুলনা চলেনা।
Nokia Xr20 ফোনটি যাদের কেনা উচিতঃ যারা নোকিয়া ভক্ত আছেন। প্রিমিয়াম বাজেটে ভালো ব্রান্ডের আনকমন ফোন কেনা যাদের ইচ্ছে, তারা এই ফোনটি কিনতে পারেন।
Nokia Xr20 ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা এক ফোনে অনেক স্পেসিফিকেশন চান। যাদের কাছে ব্রান্ড ভ্যালুর চেয়ে স্পেসিফিকেশন গুরুত্বপূর্ণ। তারা Nokia Xr20 ফোনটি এড়িয়ে যেতে পারেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।