src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ওয়াইফাই স্পিড চেক করার উপায়

ওয়াইফাই স্পিড চেক করার উপায়

দিনদিন আমরা ইন্টারনেটভিত্তিক প্রযুক্তির দিকে অগ্রসর হচ্ছি। গতবছর করোনাকালীন সময়ে আমাদের বাংলাদেশে মোবাইল ইন্টারনেট ব্যাবহারকারী বাড়ার সাথে সাথে ব্রডব্যান্ড বা ওয়াইফাই ইন্টারনেট ব্যাবহারকারীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এখনকার দিনে প্রায় সব বাসাবাড়িতে দুই বা ততোধিক ইন্টারনেট ব্যাবহারকারী থাকে। সেক্ষেত্রে মোবাইল ইন্টারনেট ব্যাবহার না করে অনেক পরিবার ব্রডব্যান্ড বা ওয়াইফাই লাইন নিচ্ছে। ওয়াইফাই লাইনের স্পিড চেক করতে গিয়ে আমরা অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ি। অনেকসময় দেখা যায় লাইন ১৫ এম্বিপিএস কিন্তু ইন্টারনেটে স্পিড দেখাচ্ছে ২৪ এম্বিপিএস আবার ক্ষেত্রবিশেষে স্পিড কম ও হয়।

Internet Speed test
Wifi Speed Check

এক্ষেত্রে আমাদের মতামত হলো, আপনি যদি ভালো কোন ইন্টারনেট প্রোভাইডর থেকে অপটিক্যাল ফাইভার লাইন নিয়ে থাকেন। সেক্ষেত্রে লাইন স্পিড যদি হয় পনেরো এম্বিপিএস তাহলে আপনি  চেক করার সময় সর্বনিম্ন ১২ ও সর্বোচ্চ ১৪ এম্বিপিএস স্পিড পাবেন। যদি সেটা আদর্শ লাইন হয়ে থাকে। যদি সেখানে আপনার যতটুকু লাইন নেয়া ছিল এরচেয়ে বেশি পান,তাহলে ভেবে নিবেন সেটা আপনার রাউটারের সেটিং দূর্বলতার কারনে দেখাচ্ছে নয়তোবা ইন্টারনেট কোম্পানি ঠিকভাবে সংযোগ সমস্যা বা তাদের কোন ভুল সেটিং দেয়ার কারনে এমন দেখাচ্ছে। তবে মনে রাখবেন, যখন ইন্টারনেট স্পিড চেক করবেন,একইসময় দুই বা ততোধিকবার চেক করবেন।

এখন আমাদের মূল প্রসঙ্গে আসি, আপনারা কোন সাইট বা এপ্স থেকে ইন্টারনেট বা ওয়াইফাই স্পিড চেক করলে ঠিকঠাক পাবেন সেটিই জানতে চেয়েছে। আপনি যদি My Internet Speed বা My wifi speed বা Wifi Speed Check বা Internet Speed Check লিখে সার্চ করেন বেশিরভাগ ক্ষেত্রেই ফাস্ট ডট কম নামে একটি সাইট আসবে। ফাস্ট ডট কমে মোটামুটি ঠিকঠাক তথ্য দিয়ে থাকে। গুগল প্লেস্টোরে ফাস্ট ডট কমের এপ্লিকেশন রয়েছে। আপনি যদি দিনে বারবার ইন্টারনেট স্পিড চেক করার অভ্যাস থাকে তাহলে ফাস্ট ডটকম এপ্স ইন্সটল করে রাখতে পারেন। এছাড়া My Internet Speed লিখে ব্রাউজারে সার্চ দিলে বিভিন্ন রকম সাইট আসবে। চাইলে সেসব সাইট থেকেও আপনি চেক করতে পারেন। এক্ষেত্রে একাধিক সাইট থেকে চেক করলে,তাদের পার্থক্য দেখলেই বুঝতে পারবেন কোনটি আসল আর কোনটি নকল।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post