src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Motorola Edge 20 and Pro and Lite পার্থক্য

Motorola Edge 20 and Pro and Lite পার্থক্য

মটোরোলা তিনটি ভিন্ন ভিন্ন সিরিয়ালে তিনতি ফোন লাঞ্চ করেছে। Motorola Edge 20, Motorola Edge 20lite, Motorola Edge 20pro ফোন তিনটি নাম কিছুটা ব্যাবধান হলেও স্পেসিফিকেশনে ব্যাপক তফাৎ রয়েছে। আজকের আর্টিকেলে এই তিনটি ফোনের স্পেসিফিকেশন আলাদাভাবে দেখানো হবে।

Motorola Edge 20 Pro
Motorola Edge 20 and Pro and Lite 

★ Motorola Edge 20 ফোনের স্পেসিফিকেশনঃ দাম ৭০ হাজার টাকা প্রায়,প্রসেসর হিসেবে থাকবে স্নাপড্রাগন ৭৭৮ জি, মেমোরি র‍্যাম রম ভ্যারিয়েন্ট ৮/১২৮ জিবি, ক্যামেরা ১০৮+৮+১৬ মেগাপিক্সেল, ৬.৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে সাথে ১৪৪ হার্য রিফ্রেশ রেট সাপোর্টেড, ৪০০০ এমএইচ ব্যাটারির সাথে ৩০ ওয়াটের ফাস্ট চার্জার।

★ Motorola Edge 20pro ফোনের স্পেসিফিকেশনঃ দাম ৫০ হাজার টাকা প্রায়,প্রসেসর হিসেবে থাকবে স্নাপড্রাগন ৬৭০, মেমোরি র‍্যাম রম ভ্যারিয়েন্ট ১২/২৫৬ জিবি, ক্যামেরা ১০৮+৮+১৬ মেগাপিক্সেল, ৬.৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে সাথে ১৪৪ হার্য রিফ্রেশ রেট সাপোর্টেড, ৪৫০০ এমএইচ ব্যাটারির সাথে ৩০ ওয়াটের ফাস্ট চার্জার।

★ Motorola Edge 20lite ফোনের স্পেসিফিকেশনঃ দাম ৩৫ হাজার টাকা প্রায়, প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেক ডায়মনসিটি ৭২০, মেমোরি র‍্যাম রম ভ্যারিয়েন্ট ৮/১২৮ জিবি, ক্যামেরা ১০৮+৮+২ মেগাপিক্সেল, ৬.৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে সাথে ৯০ হার্য রিফ্রেশ রেট সাপোর্টেড, ৫০০০ এমএইচ ব্যাটারির সাথে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post