বাজারে এসেছে Motorolar নতুন স্মার্টফোন Moto G30 স্মার্টফোন। সাম্প্রতি মটোরোলা বাজারে বেশকিছু দূর্দান্ত স্মার্টফোন লাঞ্চ করছে। তারই ধারাবাহিকতায় Motorola G30 ফোনটি এসেছে। ফোনটির দাম রাখা হচ্ছে ১৯ হাজার ৯৯৯ টাকা। আজকের আর্টিকেলে Moto G30 ফোনের ভালো দিক ও মন্দ দিক,সবদিক বিবেচনায় আপনার জন্য ফোনটি কেমন হতে যাচ্ছে,সেটাই বিশ্লেষণ করা হবে।
![]() |
Moto G30 ফোনের ভালোমন্দ রিভিউ |
Moto G30 ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ ফোনটিতে আছে সাইড মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ প্রসেসর হিসেবে স্নাপড্রাগন ৬৬২ প্রসেসর পাবেন।
★ স্পেসিফিকেশন অনুযায়ী ওজনে অনেক কম।
★ Moto G30 ফোনটির ডিসপ্লে সাইজ ৬.৫ ইঞ্চি যা ৯০ হার্যের রিফ্রেশ রেট সাপোর্টেড।
★ ফোনটিতে এন্ড্রয়েট আপডেট ভার্সন এন্ড্রয়েট ১১ পাবেন।
★ এই মোবাইলটির র্যাম ৬ জিবি। ফলে মেমোরি স্পেস নিয়ে থাকবেন পুরোপুরি চিন্তামুক্ত।
Moto G30 ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ স্পেসিফিকেশন হিসেব করলে দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ ফোনটির ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত।
★ প্রসেসর সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো। এখানে স্নাপড্রাগন ক্যামেরা দেয়া হয়েছে কিন্তু সেটা প্রাইমারী লেভেলের প্রসেসর।
Moto G30 ফোনটি যাদের কেনা উচিতঃ যারা মটোরোলা মোবাইল ব্রান্ডের ভক্ত আছেন। যাদের বাজেট বিশ হাজার টাকায় সীমাবদ্ধ, তারা এটি কিনতে পারেন। এছাড়া আমরা জানি মটোরোলা ক্যামেরার জন্য ভালো ফোন। সেক্ষেত্রে দূর্দান্ত ছবি তোলার জন্য আদর্শ ফোন হতে পারে।
Moto G30 ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা এই দামে আরো বেশি স্পেসিফিকেশন চাচ্ছেন,তারা এই ফোনটি এড়িয়ে যেতে পারেন। এছাড়া যারা হ্যাভি গেমার আছেন, তারা মটোরোলার এই ফোনটি এড়িয়ে যেতে পারেন। কারন স্নাপড্রাগনের এই প্রসেসরটি হ্যাভি গেমারদের সন্তুষ্টজনক নয়।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।