src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Moto G10 Power ফোনের বিশেষত্ব জানুন

Moto G10 Power ফোনের বিশেষত্ব জানুন

বাজারে এসেছে মটোরোলার নতুন স্মার্টফোন Moto G10 Power এই ফোনটির দাম ধরা হয়েছে মাত্র ১৫ হাজার ৯৯৯ টাকা। তবে দারাজ থেকে কিনলে ১৪ হাজার ২৪৯ টাকায় কেনা যাবে। এই অফার সীমিত সময়ের জন্য। আজকের আর্টিকেলে Moto G10 Power ফোনের ভালো ও মন্দ উভয় দিক বিবেচনার পাশাপাশি, ফোনটি আপনি কেন কিনবেন আর কেনই বা কিনবেন না, সেই নিয়েও আলোচনা হবে।

Moto G10 Power ফোনের বিশেষত্ব জানুন
Moto G10 Power ফোনের বিশেষত্ব জানুন

Moto G10 Power ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ সাইড মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ স্পেসিফিকেশন অনুযায়ী ওজনে অনেক কম।
★ Moto G10 Power ফোনের ব্যাটারি সেকশনে থাকবে ৬০০০ এমএইচের ব্যাটারি।
★ নচ স্টাইলের ক্যামেরা সেটাপ।
★ ফোনটি ফোর এক্স জুমেও দূর্দান্ত ছবি তুলতে পারবেন।

Moto G10 Power ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ স্পেসিফিকেশন বিবেচনায় নিলে দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত। এখনকার দিনে চার ক্যামেরা ছাড়া চলেই না।
★ প্রসেসর সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো।

Moto G10 Power ফোনটি যাদের কেনা উচিতঃ যারা মটোরোলা ব্যান্ডের ভক্ত আছেন,তারা এই ফোনটি কিনতে পারেন। কারন এটি মটোরোলার মিড বাজেট ফাওন হলেও যে স্পেসিফিকেশন দিচ্ছে তা পয়সা উসুল ফোন বলা যায়।

Moto G10 Power ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা ১৫-১৬ হাজার বাজেটে আরো বেশি স্পেসিফিকেশন ফোন কিনতে চাচ্ছেন তারা এটি এড়িয়ে যেতে পারেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।

Previous Post Next Post