src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ফোনের গ্লাস প্রোটেকটর কেমন যেমন হওয়া উচিৎ

ফোনের গ্লাস প্রোটেকটর কেমন যেমন হওয়া উচিৎ

আমরা সবাই স্মার্টফোন কেনার সাথেসাথেই গ্লাস প্রোটেকশন লাগিয়ে নিই। অনেকে আবার ফোন কেনার পর কিছুদিন ব্যাবহার করে তারপর গ্লাস প্রোটেকশন লাগায়। এখনকার দিনে মিড বাজেট থেকে এর উপরে বাজেটের বেশকিছু ফোনে বক্সে গ্লাস প্রোটেকশন দেয়া থাকে বা বেশিরভাগ ক্ষেত্রে লাগানো থাকে। গ্লাস প্রোটেকশন লাগানোর ক্ষেত্রে আমাদের কিছু বিষয় বিবেচনা করে,তারপর লাগানো উচিৎ।

ফোনের গ্লাস প্রোটেকটর কেমন যেমন হওয়া উচি
ফোনের গ্লাস প্রোটেকটর কেমন যেমন হওয়া উচিৎ

আপনি যে ফোন কিনছেন সেটির সাইজে গ্লাস প্রোটেকশন বাজারে সহজলভ্য আছে কিনা সেটি নিশ্চিত হয়ে নিবেন। এখনকার বাজারে বিভিন্ন সাইজের ডিসপ্লে ফোন বের করছে। ফলে স্মার্টফোন ব্রান্ডের সাথে টেক্কা দিয়ে অনেক প্রতিষ্ঠান গ্লাস প্রোটেকশন বানিয়ে পারছেনা। আগেকারদিনে একটা সময় ছিল যখন বেশিরভাগ ফোন পাঁচ ইঞ্চি নয়তো সারে চার ইঞ্চি। এখনকার বাজে ছয় থেকে শুরু করে সাত পর্যন্ত প্রতিটি আলাদা সংখ্যার সাইজেই স্মার্টফোন বের করছে। যারকারনে আপনি এমন এক সাইজের ফোন কিনলেন যেটার সাইজ সেই দোকানে নেই। দোকানদার তখন চাইবে ফোনের ডিসপ্লে থেকে সামান্য ছোট সাইজের গ্লাস প্রোটেকশন আপনার ফোনে লাগিয়ে দিতে। দোকানদার তখন আপনাকে বুঝানোর চেস্টা করবে, এই গ্লাস প্রোটেকশন আপনার এই মডেলের জন্যই বানানো হয়েছে।

বাস্তবিক অর্থে আপনার ফোনে নির্ধারিত সাইজে গ্লাস প্রোটেকশন তাদের কাছে নাও থাকতে পারে। সেক্ষেত্রে ফোন কেনার আগে, নির্ধারিত সাইজের গ্লাস প্রোটেকশন আছে কিনা সেটি ভালোভাবে দেখে নিবেন। বিক্রির আগে দোকানদার বলতে পারে, সমস্যা নেই,আপনাকে মিলিয়ে দিব কিন্তু ফোন কেনার পর বেশিরভাগ দোকানদার আপনাকে সাইজে সামান্য ছোট গ্লাস প্রোটেকশন লাগিয়ে বিদায় করে দিবে।

ফোনের গ্লাস প্রোটেকশন লাগানোর ক্ষেত্রে অবশ্যই চেস্টা করবেন যে, ফোনের ডিসপ্লের নির্ধারিত সাইজ অনুযায়ী গ্লাস প্রোটেকটর লাগাতে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post