বাংলাদেশের স্মার্টফোন বাজারে অতি অল্প সময়ে ব্যাপক আলোচনায় আসা মোবাইল ব্রান্ড টেকনো। বাজারে এসেই একের পর এক মিড বাজেট ফোন লাঞ্চ করে Tecno Mobile আলোচনায় এসেছে। মিড বাজেটের বাজারে প্রতিযোগিতা করে কিভাবে ভালো স্পেসিফিকেশনে বাজেট ফোন বের করা যায়, সেটা টেকনোর চেয়ে ভালো কেউ জানেনা। বাংলাদেশের স্মার্টফোন বাজারে টেকনো অনেকদিন ধরেই ছিল। প্রথমদিকে তারা ফিচার ফোন বের করে বাজার নিয়ন্ত্রন করতো। তারপর একটা সময় ফিচার ফোনের খোলস থেকে বের হয়ে স্মার্টফোন বের করা শুরু করে।
![]() |
Mobile Phone Brand of The Year Tecno |
আজকের দিনে Tecno Mobile ব্রান্ড এই অবস্থায় আসার পেছনে সম্পূর্ন কৃতিত্ব পাবে টেকনোর মার্কেটিং টিম। বাংলাদেশের প্রতিটি জেলায় ভালো স্মার্টফোন শোরুমে টেকনো মোবাইল ব্রান্ডের বিক্রয় প্রতিনিধি নিয়োজিত থাকতো। যারা মিড বাজেটের কাস্টমারদের টেকনোর স্পেসিফিকেশন সম্পর্কে ধারনা দিয়ে, ফোন বিক্রির চেস্টায় কোনপ্রকার ত্রুটি করেনি। যার ফলস্বরূপ দিনদিন টেকনো ফোনের বিক্রি বাড়তে শুরু করে।
মানুষের হাতেহাতে চলে যায় টেকনো মোবাইল। একজন স্মার্টফোন ক্রেতার বাজেটে সাধ্যের মধ্যে সবটুকু দেয়ার চেস্টা করেছে টেকনো। টেকনো অফিশিয়াল শোরুম ছাড়া অন্য শপে কিছুটা ছাড় দিয়ে স্মার্টফোন ক্রেতার নিকট ফোন বিক্রির সর্বোচ্চ চেস্টা করে টেকনো মোবাইলের বিক্রয় প্রতিনিধি।
এছাড়া Tecno Mobile ব্রান্ডের ১০০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ১২+১=১৩ মাসের ওয়ারেন্টি। সব মিলিয়ে টেকনো অল্প সময়েই বাজার দখল করতে সক্ষম হয়। এছাড়া বাজারে টেকনো, ইনফিনিক্স, আইটেল এই তিনটি ব্রান্ড একই মালিকানাধীন। সুতরাং ফোনের উৎপাদন খরচ সহ বাজারজাতকরণ আনুসাঙ্গিক খরচ অনেকটাই কম থাকে বলেই, তারা অল্প বাজেটে ভালো স্মার্টফোন বাজারে আনতে পারে। সাম্প্রতি টেকনো Mobile Phone Brand of The Year স্বীকৃতি পায়। যেটা টেকনোর প্রাপ্য ছিল।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।