![]() |
বিদুৎ চলে গেলে ফোন চার্জে লাগিয়ে রাখলে কি হয় |
আমরা ছোটবেলা ভাবতাম বিদুৎ চলে গেলে ফোন চার্জে লাগানো থাকলে সেটির চার্জ বিদুৎ খেয়ে ফেলে। এখনো বাংলাদেশের প্রায় ৬০% মানুষ বিদুৎ চলে গেলে ফোন চার্জ থেকে খুলে রাখে। শুধুমাত্র ফোন নয়,চার্জে লাগিয়ে ব্যাবহার করা যায় এমন সকল যন্ত্রাংশের ক্ষেত্রে মানুষের ধারনা বিদুৎ চলে গেলে চার্জ থেকে খুলে ফেলতে হবে। যদিও বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিষয়টি হাইস্যকর তবে যৌক্তিক বটে।
বিদুৎ চলে যাবার পরে যখন বিদুৎ আসবে তখন তাৎক্ষনিক অবস্থায় ভোল্টেজ সরবরাহ অনেক বেশি থাকে। এমন অবস্থায় যন্ত্রাংশ নস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তবে এমন সম্ভাবনা ২% বা তারও কম। বিদুৎ চলে গেলে কারেন্ট ফোনের চার্জ খেয়ে ফেলে এই ধারনটি একেবারে অযৌক্তিক। এখন অনেকে বলবে যে, বিদুৎ চলে যাবার পর চার্জে লাগিয়ে রাখলে কিছুক্ষন পর দেখা যায়, ফোনের চার্জ কিছুটা কমে গিয়েছে। আসলে এটি সাধারণ চার্জ হ্রাস। আপনার ফোন আলমারিতে রেখে দিলেও কিন্তু চার্জ ক্ষয় হয়। একটি ফোনের নেটওয়ার্কিং সিস্টেমে চলার ক্ষেত্রে এমনিতেই চার্জ ক্ষয় হয়। এটি একটি ফোনের স্বাভাবিক প্রক্রিয়া। তাই বলে কারেন্ট বা বিদুৎ চলে গেলে কোনকিছু চার্জ থেকে খুলে ফেলে একেবারে অযৌক্তিক।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।