সারারাত ফোন চার্জ দিলে কি ক্ষতি হয় সেটা নিয়ে অনেকেই আমাদের কাছে জানতে চায়। যারা চাকরিবাকরি করে,দিনের বেশিরভাগ সময় বাসার বাহিরে থাকে,মূলত তাদের রাতের বেলা ফোন চার্জ দেয়া ছাড়া তেমন কোন উপায় থাকেনা। রাতে মোবাইল চার্জ দিলে কি আসলেই ক্ষতি হয়? নাকি কোন ক্ষতি নেই, এই নিয়েই আমাদের আজকের আর্টিকেল।
![]() |
সারারাত মোবাইল চার্জ দিলে কি হয় |
আমরা জানি, এখনকার বাজারের বেশিরভাগ স্মার্টফোন পাঁচহাজার বা তার বেশি একএইচ ব্যাটারি থাকে। সুতরাং ফোন ব্যাবহার করলে অনায়াসে দেড় থেকে দুইদিন চলে যায়। সেক্ষেত্রে প্রতিদিন ফোন চার্জে দেয়ার প্রয়োজন পড়েনা। আমরা যাদের রাতে বেলা ফোন চার্জ দেয়ার নিত্যান্তই প্রয়োজন, তারা চাইলে রাতে ফোন চার্জ দিতে পারি। সারারাত চার্জ দিলে তেমন বড় কোন ক্ষতি নেই। প্রায় বেশিরভাগ ফোনই শতভাগ চার্জ নেয়ার পর,চার্জ নেয়া নিজ থেকেই বন্ধ করে দেয়। ফলে অনেকটা চিন্তামুক্ত হয়েই আমরা সারারাত ফোন চার্জে লাগিয়ে রাখতে পারি। সারারাত চার্জে লাগিয়ে রাখলে ফোনের ব্যাটারির কোন ক্ষতি নেই। ব্যাটারির ক্ষতি নেই বলে যে ফোনের ক্ষতি নেই,তা কিন্তু বলেনি। ফোন চার্জে লাগানোর কারনে সারারাত ব্যাপি ফোনের মাদারবোর্ডে বিদুৎ চলাচল করে। এইভাবে বিদুৎ চলাচল করতে করতে কোন কারনে দূর্ঘটনাবসত মাদারবোর্ডে সমস্যা হয়ে,ফোনে সমস্যা হয়ে যেতে পারে।
তাই ফোন রাতে চার্জ দিলেও যদি ভোররাতে কেউ সজাগ হয় তাকে বলে রাখবেন সে যাতে সুইচ বন্ধ করে দেয়। এছাড়া এই ডিজিটাল যুগে একধরনের বৈদুৎতিক সকেট পাওয়া যায় যেটায় টাইমার দিয়ে সময় নির্দিষ্ট করে রাখা যায়। আপনার ফোনটি পুরোপুরি চার্জ করতে কতটুকু সময় লাগতে পারে সেই অনুযায়ী সময় নির্ধারণ করে দিলে অটোমেটিক বিদুৎ সাপ্লাই বন্ধ করে দিবে। চাইলে এই ডিভাইসটি কিনে নিতে পারেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।