src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Mi 11 Lite Good and Bad Side||শাওমি ১১লাইট ভালোমন্দ দিক

Mi 11 Lite Good and Bad Side||শাওমি ১১লাইট ভালোমন্দ দিক

বাজারে এসেছে Mi 11lite স্মার্টফোন। শাওমির দূর্দান্ত ডিজাইনিং দিয়ে দুটো ভ্যারিয়েন্টে আপনি ফোনটি পাবেন। Mi 11lite ফোনটি ৬/১২৮ ভ্যারিয়েন্ট অফিশিয়ালি পাবেন ২৯ হাজার ৯৯০ টাকা। ৮/১২৮ ভ্যারিয়েন্ট পাবেন ৩১ হাজার ৯৯০ টাকা। Mi 11lite ফোনটির ভালো ও মন্দ উভয়দিক নিয়েই হবে আমাদের আজকের আলোচনা।

Mi 11 Lite Good and Bad Side
Mi 11 Lite Good and Bad Side

Mi 11lite ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ ফোনটিতে থাকছে সাইড মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ স্পেসিফিকেশন ও সাইজ অনুযায়ী ওজনে অনেক কম। মাত্র ১৫৭ গ্রাম ওজন,যা অবিশ্বাস্য।
★ ফোনটিতে চার্জার হিসেবে থাকবে ২৭ ওয়াটের সুপার ফাস্ট চার্জার।
★ ফোনটির প্রাইমারী ক্যামেরা হিসেবে ৬৪ মেগাপিক্সেল দূর্দান্ত ক্যামেরা সেটাপ তো আছেই।
★ ফোনটি যেমনি পাতলা,তেমনি চিকন। এককথায় দূর্দান্ত।

Mi 11lite ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ বাজারে অন্য ব্রান্ডের সাথে স্পেসিফিকেশন তুলনায় দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ দাম অনুপাতে এতে চার্জারের ক্যাপাসিটি আরেকটু বেশি দেয়া যেত।
★ প্রসেসর সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো।
★ এখনকার বাজারে ২০ হাজার কম বাজেটেও ৯০ হার্যের রিফ্রেশ রেট সুবিধা দেয়, সেই হিসেবে অন্তত ১২০ হার্যের রিফ্রেশ রেট সুবিধা দেয়া উচিৎ ছিল।

Mi 11lite ফোনটি যাদের কেনা উচিতঃ যারা শাওমির ফ্যান আছেন,বাজেট ৩০ হাজারের কাছাকাছি, তারা এই ফোনটি কিনতে পারেন। এছাড়া যারা উচ্চ রিফ্রেশ রেট ও দূর্দান্ত ক্যামেরা সেটাপের ফোন কিনতে চাচ্ছেন তারা কিনতে পারেন। এছাড়াও ফোনটির ডিজাইনিং এককথায় দূর্দান্ত হবে। এই বাজেটে মোটামুটি ভালো স্পেসিফিকেশন দিয়ে,এমন ডিজাইনিং ফোন খুব কমই বাজারে এসেছে। 

Mi 11lite ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যাদের কাছে ডিজাইনিং তুলনায় স্পেসিফিকেশন গুরুত্বপূর্ণ। তারা এই ফোনটি এড়িয়ে যেতে পারেন। এছাড়া এই ফোনটিতে যে সুবিধা রয়েছে যদি আপনার প্রিমিয়াম কোয়ালিটি ও বাজেট থাকে,তাহলেই আপনার কেনা উচিৎ।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।

Previous Post Next Post