বাজারে আসতে যাচ্ছে আইকু ব্রান্ডের IQ00 Z3 5G ফোন। ফোনটি বাংলাদেশের বাজারে আন অফিশিয়ালি পাবেন ২৫ হাজার টাকায়। অফিশিয়ালি বাংলাদেশের বাজারে এই ফোনটি আসে কিনা সেটা আমরা এখনো নিশ্চিত নই। আজকের আর্টিকেলে IQ00 Z3 5G নিয়ে ভালো ও মন্দ উভয় দিক বিশ্লেষণ করে,আপনার জন্য কেনা উচিৎ না অনুচিত সেটা বিশ্লেষণ করা হবে।
![]() |
IQOO Z3 Good and Bad Side| |
IQ00 Z3 5G ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ ফোনটির প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্নাপড্রাগন ৭৬৮জি প্রসেসর।
★ স্পেসিফিকেশন অনুযায়ী ওজনে অনেক কম।
★ ফোনের ডিসপ্লেতে ১২০ হার্যের রিফ্রেশরেট সাপোর্ট করবে।
★ প্রাইমারী ক্যামেরা হিসেবে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা আর সেলফি ক্যামেরা হিসেবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। এককথায় পার্ফেক্ট কম্বিনেশন।
★ ৪৪০০ এমএইচ ব্যাটারির সাথে, ৫৫ ওয়াটের ফাস্ট চার্জার।
★ ফোনের ক্যামেরায় টেন এক্স জুম সাপোর্ট করবে।
★ মূল ক্যামেরা দিয়ে ফোরকে ভিডিও রেকর্ডিং করা যাবে। সেলফি ক্যামেরা দিয়ে ৩০ এফপিএসে ভিডিও করা যাবে।
IQ00 Z3 5G ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★স্পেসিফিকেশন বিবেচনায় দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ ফোনের ব্যাটারি আরেকটু বেশি দিলে ভালো হতো। অন্তত পাঁচ হাজার এমএইচ দেয়া উচিৎ ছিল।
IQ00 Z3 5G ফোনটি যাদের কেনা উচিতঃ যারা নিত্যনতুন ব্রান্ডের ফোন ব্যাবহার করতে পছন্দ করেন,তারা এটি কিনতে পারেন। আইকু জেট থ্রি ফোনটি যারা ফাইভজি হিসেবে ব্যাবহার কররে চান, তারা এটি কিনতে পারেন। কারন এটি ফাইভজি ফোন।
IQ00 Z3 5G ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যাদের ফাইভজি ফোন কেনার প্রয়োজন নেই,তারা এটি এড়িয়ে যেতে পারেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।