আইকু কোম্পানি বাজারে আনতে যাচ্ছে IQ00 8pro স্মার্টফোন। বাজারে আসার আগেই জেনে নিন ফোনটির কিছু স্পেসিফিকেশন। সাম্প্রতি IQ00 8pro ফোনটির এক প্রদশর্নী অনুষ্ঠিত হয়। আগামী ৪ঠা আগস্ট ফোনটি বাজারে আসতে পারে। প্রদশর্নী থেকে যে স্পেসিফিকেশন আমরা জানতে পেরেছি সেগুলাই আজ তুলে ধরা হয়েছে। এছাড়া ফোনটি কাদের জন্য কেনা উচিৎ আর কাদের কেনা উচিৎ নয় সেটি নিয়েও জানতে পারবেন আমাদের এই আর্টিকেলে।
![]() |
IQ00 8pro Specification |
IQ00 8pro Mobile Specification
★ ফোনটিতে থাকবে স্যামসাং কোম্পানির তৈরি এমোলেড কার্ভ ডিসপ্লে।
★ এছাড়া ১২০ হার্যের ডায়নামিক রিফ্রেশ রেট সুবিধা।
★ প্রসেসর হিসেবে থাকবে স্নাপড্রাগনের ৮৮৮ প্লাস প্রসেসর থাকতে পারে।
★ ৫০০০ এমএইচ ব্যাটারির সাথে ১২০ ওয়াটের ফাস্ট চার্জার থাকতে পারে।
★ প্রদর্শনী অনুযায়ী বোঝা যাচ্ছে এখানে সাইড মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
IQ00 8pro ফোনটি এখনো বাজারে আসেনি। বাজারে আসা মাত্রই আমাদের সাইটে বিস্তারিত রিভিউ তুলে ধরা হবে। আইকু ব্রান্ড এখন পর্যন্ত যতগুলো ফোন বাজারে লাঞ্চ করেছে,বেশিরভাগ প্রিমিয়াম সেগমেন্ট ফোন। যারা প্রিমিয়াম বাজেটের গ্রাহক আছেন, তারা চাইলে ফোনটি কিনে নিতে পারেন। কারন প্রসেসর ও যা যা স্পেসিফিকেশন থাকার কথা,সেগুলা যথেষ্ট ভালো।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।