বাজারে একের পর এক অসাধারণ প্রিমিয়াম বাজেটে স্মার্টফোন লাঞ্চ করে চমক দেখাচ্ছে ইনফিনিক্স মোবাইল ব্রান্ড। শাওমি,রেডমি,রিয়েলমি,অপ্পো,স্যামসাং ছাড়া অন্য যেসকল ব্রান্ড সমসাময়িক সময়ে বাজারে প্রতিযোগিতা করছিল তাদের প্রতি স্মার্টফোন ক্রেতাদের ততটা আস্থা ছিলনা। উদাহরণস্বরূপঃ সিম্ফনি ও ওয়ালটন ব্রান্ড দীর্ঘদিন ধরে বাজারে থাকলে তাদের প্রতি প্রিমিয়াম বাজেট বা মিড বাজেটের স্মার্টফোন ক্রেতাদের ততটা আস্থা ছিলনা।
![]() |
ইনফিনিক্স মোবাইল কোম্পানি চমক দেখাচ্ছে |
সাম্প্রতিক সময়ে ইনফিনিক্স মোবাইল ব্রান্ড বাজারে প্রিমিয়াম বাজেটে,প্রিমিয়াম ফিচারে কিছু দূর্দান্ত স্মার্টফোন নিয়ে এসেছে। পাশাপাশি ডিজাইনিং ও ফিচারে নিয়ে এসেছে নতুনত্ব। যারকারনে বাজারে গেজেট লাভার ও স্মার্টফোন ক্রেতাদের মাঝে ইনফিনিক্স ব্রান্ড নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে। যারকারনে সিম্ফনি, ওয়ালটনের মতো ব্রান্ডগুলো দীর্ঘদিন বাজারে থেকেও যা পারেনি, ইনফিনিক্স মাত্র কয়েকদিনে সেই লক্ষে পৌছে যাচ্ছে।
কোন ব্রান্ড যখন ফোন নিয়ে আসে,তখন তারা যদি গতানুগতিক ফিচারে ফোন নিয়ে আসে,তখন গেজেট লাভার'রা ততটা নজর কাড়েনা। যখনই কোন মোবাইল ব্রান্ড নতুন কোন ফিচার বা ডিজাইনিং নিয়ে আসে,তখন সবার নজরে আসে। এছাড়া মিড বাজেটে ফোন আনার পাশাপাশি, প্রিমিয়াম বাজেটে ফোন আনলে স্মার্টফোন ক্রেতাদের নজরে আসা সহজ হয়।
ইনফিনিক্স,টেকনো, ভিশন এই তিনটি একই ব্রান্ড,নাম শুধু ভিন্ন। টেকনো দীর্ঘদিন বাজারে ছিল কিন্তু তারা সিম্ফনির মতো গতানুগতিক ফিচারে,গতানুগতিক ডিজাইনিং নিয়ে ফোন এনেছে। তাই তারা বাজারে ততটা জনপ্রিয়তা আনতে পারেনি। আপনি বাজারে জনপ্রিয় যে ব্রান্ডই দেখুন না কেন, সেই ব্রান্ডের প্রিমিয়াম বাজেট ফোন রয়েছে। বাজারে জনপ্রিয়তা পাবার জন্য প্রিমিয়াম বাজেটে,প্রিমিয়াম ডিজাইনার নিয়ে স্মার্টফোন নিয়ে আসতে হবে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।