src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Infinix Hot 10s মোবাইলের দাম ও কারা কিনবেন?

Infinix Hot 10s মোবাইলের দাম ও কারা কিনবেন?

বাজারে এসেই অল্প দিনের মধ্যে ব্যাপক সারা ফেলেছে Infinix Hot 10s মোবাইল। যার ফলস্বরুপ একটি ভ্যারিয়েন্টে লাঞ্চ করা হয়েছে। যেটি ৪/১২৮ ভ্যারিয়েন্টে আপনি পাচ্ছেন। ফোনটির দাম রাখা হচ্ছে ১২ হাজার ৯৯০ টাকা। এই বাজেটের ফোনে কি কি বিশেষত্ব থাকছে সবকিছুই আলোচনা হবে আমাদের আজকের আর্টিকেলে।

Infinix Hot 10s মোবাইলের দাম
Infinix Hot 10s মোবাইলের দাম

Infinix Hot 10s ফোনটি ৯০ হার্যের রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ৬.৮২ ইঞ্চির ফ্লুয়িড ডিসপ্লে থাকছে। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের হিলিও জি৮৫ প্রসেসর। যা গেমিং প্রসেসর হিসেবে স্মার্টফোন বাজারে বেশ সুনাম রয়েছে। এছাড়া ফোনটির প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া ফোনটি আপনি দুটি কালারে পাবেন।

Infinix Hot 10s ফোনটির বিশেষত হলো, আপনি মোবাইলটিতে একইসাথে ত্রিশটি এপ্লিকেশন রান রাখতে পারবেন। কোনপ্রকার হিটিং ইসুৎ দেখা দিবেনা। এছাড়া ব্যাটারি সেকশনে থাকছে ছয় হাজার এমএইচের বিশাল ব্যাটারি। ফলে আপনার ফোনের চার্জ নিয়ে কোন চিন্তাই করতে হবেনা।

কেন Infinix Hot 10s মোবাইলটি অন্য মোবাইল থেকে আলাদা? কারন এই বাজেটে মিডিয়াটেক জি৮৫ এককথায় শক্তিশালী প্রসেসর। যার পারফরমেন্স এককথায় দূর্দান্ত। Infinix Hot 10s ফোনটির নেগেটিভ দিক বলতে গেলে একটাই বলতে হবে,সেটা হলো বিশাল সাইজের ডিসপ্লে। যারা বড় ডিসপ্লে ফোন পছন্দ করেন না,তাদের জন্য কিছুটা অসস্থিকর হবে। এছাড়া ইনফিনিক্স চাইলে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিলেও পারতো। তবে যে স্পেসিফিকেশন দিয়েছে তাতে না দেয়াটাও অস্বাভাবিক নয়।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post