src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Infinix Hot 10s Good and Bad Side||ইনফিনিক্স হট ১০ এস ভালোমন্দ রিভিউ

Infinix Hot 10s Good and Bad Side||ইনফিনিক্স হট ১০ এস ভালোমন্দ রিভিউ

বাজারে আসছে Infinix Hot 10s দূর্দান্ত ফোন। বাজেট ও স্পেসিফিকেশন বিবেচনায় Infinix Hot 10s হবে ইনফিনিক্স হট ১০ সিরিজের সেরা ফোন। ইনিফিনিক্স হট ১০এস ফোনটির ভালো ও মন্দ দিক বিবেচনায় নিয়ে ফোনটি কেমন হতে পারে,এই সবকিছু নিয়েই আমাদের আজকের আর্টকেল।

Infinix Hot 10s
Infinix Hot 10s


Infinix Hot 10s
 ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ ফোনটিতে থাকছে সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ স্পেসিফিকেশন অনুযায়ী ওজনে অনেক কম।
★ নচ স্টাইলের সেলফি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা ৪৮ ম্যাগাপিক্সেল।
★ এই বাজেটেও ইনফিনিক্স দিচ্ছে মিডিয়াটেক হিলিও জি৮৫ প্রসেসর ফোন।
★ ইনফিনিক্স এই প্রথম তাদের কোন ফোনে ৯০ হার্যের রিফ্রেশ রেট সুবিধা দিতে যাচ্ছে।
★ বিশাল ব্যাটারির সাথে থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার সুবিধা।

Infinix Hot 10s ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ স্পেসিফিকেশন হিসেব করলে দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ ফোনটির ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত।
★ প্রসেসর সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো।
★ ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিলে ভালো হতো।

Infinix Hot 10s ফোনটি যাদের কেনা উচিতঃ যারা ইনফিনিক্স ব্রান্ডের ভক্ত আছেন,মিড বাজেটে ইনফিনিক্সের ভালো কোন ফোন কিনবেন ভেবে রেখেছেন তারা Infinix Hot 10s ফোনটি কিনে ফেলতে পারেন। বাজেট ও স্পেসিফিকেশন অনুযায়ী বিবেচনায় নিলে ফোনটি খারাপ নয়।

Infinix Hot 10s ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা হ্যাভি গেমার আছেন,হ্যাভি গেম খেলার জন্য Infinix Hot 10s কিনবেন ভেবেছেন,তারা এটি এড়িয়ে যেতে পারেন। Infinix Hot 10s ফোনটিতে যদিও মিডিয়াটেক হিলিও জি৮৫ প্রসেসর দেয়া হয়েছে তবুও হ্যাভি গেমিং করায় সমস্যা করবে। এছাড়া যারা বিশাল বড় সাইজের ডিসপ্লে ফোন ব্যাবহারে অভ্যস্ত নন,তারা এটি এড়িয়ে যেতে পারেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।

Previous Post Next Post