src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ফোনের নয়েস ক্যান্সেলেশন মাইকের গুরুত্ব কি?

ফোনের নয়েস ক্যান্সেলেশন মাইকের গুরুত্ব কি?

ফোন কিনতে গেলে কিছু কিছু ফোনে নয়েস ক্যান্সেলেশন মাইকের কথা শোনা যায়। আমরা অনেকেই এই নয়েস ক্যান্সেলেশন মাইকের কার্যকারীতা সম্পর্কে ঠিকঠাক জানিনা। যারা বুঝেন না,নয়েস ক্যান্সেলেশন মাইক কিভাবে কাজ করে,তাদের জন্যই আমাদের আজকের আর্টিকেল।

ফোনের নয়েস ক্যান্সেলেশন মাইকের গুরুত্ব
ফোনের নয়েস ক্যান্সেলেশন মাইকের গুরুত্ব

আপনার ফোনে যদি নয়েস ক্যান্সেলেশন মাইক থাকে সেটি বুঝার উপায় হলো, ফোনের উপরের দিকে একটি ছোট ছিদ্র থাকে। সাধারণত ফোনের উপরের দিকে ছোট ছিদ্রটিই নয়েস ক্যান্সেলেশন মাইক।

ধরুন আপনি এমন এক পরিস্থিতিতে আছেন যেখানে প্রচুর হৈচৈ হচ্ছে। এমন পরিস্থিতিতে আপনার কথা অপজিট প্রান্তের লোকের বুঝতে কস্টসাধ্য হতে পারে। আপনার ফোনে যদি নয়েস ক্যান্সেলেশন মাইকের সুবিধা থাকে তাহলে অপর প্রান্তে থাকা ব্যাক্তিটি আপনার আশেপাশে হৈচৈ আওয়াজ কম শুনবে, তাকে আপনার কথাগুলা ভালোভাবে বুঝাতে নয়েস ক্যান্সেলেশন মাইক সাহায্য করবে।

এই নয়েস ক্যান্সেলেশন মাইকের কাজ হলো আপনার মুখের কথা নিচের অংশ যতটুকু নিবে, তারপর বাকীটুকু কানের পাশে থাকা নয়েস ক্যান্সেলেশন মাইক নিয়ে নিবে। মানে আপনার কথাগুলো দুইভাবে নিয়ে সেগুলা অপর প্রান্তে থাকা ব্যাক্তির নিকট হাইলাইট করা হবে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post