src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ফোনের রিফ্রেশ রেট বেশিকম কি কাজে লাগে?

ফোনের রিফ্রেশ রেট বেশিকম কি কাজে লাগে?

বাজারে মোবাইল ফোন কিনতে গেলে রিফ্রেশ রেট কথাটি শুনতে পাওয়া যায়। ৬০ হার্যের রিফ্রেশ রেট, ৯০ হার্যের রিফ্রেশ রেট, ১২০ হার্যের রিফ্রেশ রেট ইত্যাদি। এই রিফ্রেশ রেট আমাদের কি কাজে লাগে তা অনেকেই জানিনা। রিফ্রেশরেটের কাজ ও গুরুত্ব নিয়েই আমাদের আজকের আর্টিকেল লিখা হয়েছে।

ফোনের রিফ্রেশ রেট বেশিকম কি কাজে লাগে
ফোনের রিফ্রেশ রেট বেশিকম কি কাজে লাগে

আমরা সচারচর যে ফোন ব্যাবহার করি সেগুলা ৬০ হার্য রিফ্রেশ রেটের তৈরি। এখন বাজারে ভালো বাজেট ফোনে ৯০ হার্য রিফ্রেশ রেট সুবিধা দেয়া হচ্ছে। যারা গেমার আছি, তাদের গেইমস খেলার সময় রিফ্রেশ রেটের গুরুত্ব বোঝা যায়। আমরা যখন ফোনে কোন গেইমস প্লে করি,তখন নানান ধরনের ফ্রেম ভেসে আসে। সেই ফ্রেমগুলাকে দেখানোর জন্য রিফ্রেশ রেট খুবই গুরুত্বপূর্ণ। যে ফোনের রিফ্রেশরেট যত বেশি সেই ফোনের গেমিং এক্সপেরিয়েন্স তত ভালো হবে।

তাছাড়া ফেসবুকে ফোরজি নেটে টাইমলাইন স্ক্রল করার সময় ফোনের রিফ্রেশরেট যদি বেশি থাকে,তাহলে দ্রুত স্ক্রল করা সম্ভব হবে। যা আপনাকে অন্যরকম অভিজ্ঞতা দিবে। আপনি যদি একঘন্টা ১২০ হার্য রিফ্রেশ রেট সাপোর্টেড কোন ফোন ব্যাবহার করার পরে, ৬০ হার্য রিফ্রেশ রেট সাপোর্ট করে এমন ফোন হাতে নেন,তখন সেটিকে আপনার কাছে কচ্ছপ মনে হবে। আশাকরি ফোনের রিফ্রেশরেট কমবেশি হলে কি হতে পারে সেটি বুঝতে পেরেছেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post