ফোনের র্যাম বাড়াতে কে না চায়? সবাই চায় বেশি র্যাম রমের ফোন থাকুক। র্যাম ও রম বেশি থাকার উপকারীতা কি সেটা আমরা সবাই কমবেশি জানি। এখন থেকে আপনি চাইলেই আপনার ফোনের র্যাম বাড়াতে পারবেন। কিভাবে আপনার ফোনের র্যাম মেমোরি বাড়াবেন সেটা নিয়েই আমাদের আজকের আর্টিকেল।
![]() |
ফোনের র্যাম বাড়ানোর সত্যিকার উপায় |
মোবাইলের র্যাম কিভাবে বাড়াবেন?
আপনার ফোনের স্টোরেজ টাইপ যদি ইউএফসি টু বা তার বেশি হয়, তাহলে ফোনের র্যাম বাড়াতে পারবেন। ইউএফসি টাইপ টু এর কম হলে, হিতে বিপরীত হতে পারে। ফোনের র্যাম বাড়ানোর জন্য SWAP NO ROOT নামে একটি এপ্লিকেশন আছে প্লেস্টোরে। এই এপ্লিকেশন ডাউনলোড করে তারপর সেখান থেকে ইচ্ছামত র্যাম ও রম বাড়িয়ে নিতে পারবেন।
তবে এই র্যাম দিয়ে আপনি এপ্লিকেশন ও ছবি স্টোরেজ হিসেবে ব্যাবহার করতে পারবেন। এছাড়া এই স্টোরেজ ব্যাবহার করে যদি গেমিং পারফরমেন্স ভালো আশা করেন,তাহলে সেটা ভুল। এই র্যাম ব্যাবহার করে আপনি ভালো গেমিং পারফরমেন্স পাবেন না। শুধুমাত্র মেমোরি হিসেবে ব্যাবহার করতে পারবেন।
আপনার ফোনের এক্সটারনাল মেমোরি হিসেবেই এই র্যাম ব্যাবহার করা যাবে। ফোনের র্যাম বাড়াতে SWAP NO ROOT এপ্লিকেশন গুরুত্বপূর্ণ। তবে এতে করে আপনার ফোনটি রুট হয়ে যাবে। যারা ফোন রুট করা সম্পর্কে ভালো ধারনা নেই,তারা এই কাজটি করতে যাবেন না। র্যাম বাড়াতে যাওয়ার আগে ফোন কিভাবে রুট করে,এই নিয়ে ইউটিউবে জেনে নিয়ে কাজ শুরু করুন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।