src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> How to Blue Varify Badge on Facebook||ফেইসবুকের ব্লু ভ্যারিফাই যেভাবে করবেন

How to Blue Varify Badge on Facebook||ফেইসবুকের ব্লু ভ্যারিফাই যেভাবে করবেন

সাম্প্রতি দেখা যাচ্ছে অনেকেরই  ফেইসবুক আইডি ও পেইজ Blue Varified পাচ্ছে। কেউ কেউ অল্প ফ্যান ফলোয়ার নিয়ে ব্লু ভ্যারিফাই পেয়ে যাচ্ছে। কিভাবে অল্প ফেন ফলোয়ার নিয়ে ফেইসবুক ব্লু ভ্যারিফিকেশন পাওয়া যায় এটা নিয়েই অনেকের প্রশ্ন। আমাদের কাছে অনেকেই এই নিয়ে জানতে চেয়েছেন। কিভাবে আপনি খুব সহজে ফেসবুক Blue Varify টিক পেতে পারেন, সেটা নিয়েই আজ আলোচনা করবো।

Blue Varify Badge on Facebook
Blue Varify Badge on Facebook

Facebook Blue Varify Badge পাওয়ার জন্য আপনার কাছে যা যা থাকতে হবেঃ

★ আপনার ফোনে বা পিসিতে থাকা ব্রাউজারে গিয়ে Facebook Blue Varify Badge লিখে সার্চ দিলেই ফেসবুকের তরফ থেকে ব্লু ফেরিফিকেশব ফ্রম আসবে। সেখানে ক্লিক দিলেই আপনি কি পেইজ ভেরিফিকেশন করতে চাচ্ছেন নাকি আইডি(প্রোফাইল) করতে চান। সেই অপশন পাবেন। সেখানে ক্লিক দিলেই ফ্রম পেয়ে যাবেন। সেই ফর্মে আপনার আইডি হলে,আইডি লিংক আর পেইজ হলে পেইজ লিংক ও ক্যাটাগরি সহ যাবতীয় তথ্য পূরন করতে হবে।

★ Facebook Blue Varify Badge পাওয়ার জন্য আপনার কাছে ভালো ও সুন্দর নামের একটি আইডি/পেইজ থাকতে হবে। যদি আইডি হয় তাহলে অন্তত ফ্রেন্ডলিস্টে পাঁচ হাজার ফ্রেন্ড ও অন্তত দুই হাজার ফলোয়ার থাকতে হবে। যদি পেইজ হয় তবে,অন্তত দশ হাজার লাইক বা দশ হাজার ফলোয়ার থাকতে হবে।

★ ফেইসবুকে ব্লু ভেরিফাই পাওয়ার জন্য আপনি যেই আইডি বা পেইজকে ভেরিফাই করতে চাচ্ছেন সেটার অন্তত ২৫% সদস্য এক্টিভ থাকতে হবে। যদি এক্টিভ না থাকে,তাহলে বোস্ট করে হলেও এক্টিভিটি বাড়াতে হবে।

★ Facebook Blue Varify Badge পাওয়ার জন্য আপনি কোন ক্যাটাগরিতে ব্লু ভেরিফিকেশন পেতে যাচ্ছেন সেটি গুরুত্বপূর্ণ। আপনার যদি ফেইসবুক আইডি হয়,তাহলে তো ক্যাটাগরি থাকার প্রয়োজন নেই। তবে যদি পেইজ হয়,সেটি কোন ক্যাটাগরির পেইজ সেটি গুরুত্বপূর্ণ।

★ ফেসবুক ব্লু ভেরিফিকেশন পাওয়ার জন্য সেই আইডি বা পেইজের বিরূদ্ধে ফেসবুক কমিউনিটি গাইডলাইনে কোন রিপোর্ট থাকা যাবেনা। যদি কোন রিপোর্ট থাকে,তাহলে ভেরিফিকেশন পেতে কস্ট হবে।

★ Facebook Blue Varify করার জন্য আপনার সেই আইডি বা পেইজের নামে অন্তত ইন্সট্রাগ্রাম, টুইটার পাশাপাশি কোন ওয়েবসাইট থাকলে ব্লু ভেরিফিকেশন পেতে অনেকটা সহায়ক হবে।

★ ফেইসবুকে ব্লু ভ্যারিফাইড পেতে আপনার আইডি/পেইজের তথ্য সবকিছু পরিপূর্ণ থাকতে হবে। অসম্পূর্ণ তথ্য থাকলে Facebook Blue Varify Badge পেতে সমস্যা হতে পারে।

★ এছাড়া যারা টিকটকার, ব্লগার, ইউটিউবার, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের ক্ষেত্রে ফেইসবুক Blue Varify Badge পেতে অনেকটাই সহজ হয়। এক্ষেত্রে Facebook Blue Varify Badge আবেদনের সময় ইউটিউব চ্যানেল/ব্লগ সাইট/টিকটক একাউন্ট লিংক দিয়ে দিলে ভেরিফিকেশন পেতে সহজ হবে।

★ Facebook Blue Varify Badge পাবার জন্য নূন্মতম ১ দিন থেকে সর্বোচ্চ ৩দিন বা ৭২ ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। যদি ভেরিফিকেশন না করে,কেন করেনি সেই কারন আপনাকে জানিয়ে দেয়া হবে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post