src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> How Payment Snack Video||স্নেক ভিডিও কিভাবে পেমেন্ট করে?

How Payment Snack Video||স্নেক ভিডিও কিভাবে পেমেন্ট করে?

Snack Video Payment নিয়ে অনেকেই আমাদের সাইটে জানতে চায়। বর্তমানে অনলাইনে দিনকেদিন স্নেক ভিডিও জনপ্রিয় হতে যাচ্ছে। টিকটক ও লাইকির মতো এপ্লিকেশনকে টেক্কা দেয়ার জন্য বাংলাদেশি এপ্লিকেশন Snack Video এপ্স ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। স্নেক ভিডিও রেফার কমিশন সহ ইউটিউবে প্রমোশনাল কার্যক্রম চালাচ্ছে।

How Payment Snack Video
How Payment Snack Video

এবার আপনাদের মূল আলোচনায় আসি, Snack Video দিয়ে কিভাবে  Payment নিব এটাই এখন আলোচনা করছি।

আপনার ফোনে থাকা স্নেক এপ্লিকেশনে যে পয়েন্ট জমা হয়,সেই কয়েনগুলা রাত ১২ টা থেকে সকাল ৮ টার আগে টাকায় রূপান্তর করা হবে। টাকায় রূপান্তর করার ফলে আপনি সেটাকে মোবাইল রিচার্জে নিতে পারবেন। আপনার স্নেক আইডি যে নাম্বারেই হোকনা কেন,আপনি যেকোন ব্যাক্তির নাম্বারে রিচার্জ নিতে পারবেন। রিচার্জ রিকুয়েস্ট দেয়ার ১ ঘন্টার মধ্যে আপনার রিচার্জের টাকা পেয়ে যাবেন।

এছাড়া আপনি যদি Snack Video এপ্সে নিয়মিত ভিডিও ছাড়েন তাহলে আপনি আরো বেশি বেশি পয়েন্ট পাবেন। সেই পয়েন্ট টাকায় রূপান্তর হলে, সেটা থেকেও রিচার্জ নিতে পারবেন।

টিকটকে যেভাবে মানুষ ভিডিও বানায়, সেভাবে ভিডিও বানিয়ে দিয়ে আপনি অনেক পয়েন্ট পেতে পারেন। এইজন্য আপনি যাদের ভিডিও দেখবেন, তাদের ফলো করবেন ও সম্ভব হলে কমেন্ট করবেন। আপনি যদি অন্যদের ফলো ও কমেন্ট করেন,তাহলে আপনার ফলোয়ার দিনদিন বাড়তে থাকবে।

তবে সাম্প্রতি Snack Video এপ্লিকেশন কতৃপক্ষ সত্যিই টাকা দেয় কিনা সেটা যাচাই করার জন্য আমরা একটি একাউন্ট খুলি। খুলে নিজের পরিচিত দুজন বন্ধুদের রেফার করি। রেফার করার ক্ষেত্রে শতভাগ নিয়ম মেনেই রেফার করি। পাশাপাশি ফেসবুক গ্রুপে শেয়ার করার ফলে আরো একজন রেফারার হয়। দুঃখজনক হলেও সত্য, স্নাক ভিডিও কতৃপক্ষ আমাদের ৩০০ টাকা তো দূরে থাক, এক টাকাও রেফার বোনাস দেয়নি। তারপর এপ্লিকেশন আন ইন্সটল করে দিই।
এখন সিদ্ধান্ত আপনাদের, স্নাক ভিডিও নিয়ে কাজ করবেন,নাকি করবেন না।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post