ওয়েবসাইট বা ব্লগসাইটের লিংক ফেসবুকে বারবার শেয়ার করার কারনে ফেইসবুক Url Block করে দেয়। ফেইসবুকে সাইট Url Unblock করা যে কতটা কস্টকর কাজ, যারা একবার এই সমস্যার সম্মুখীন হয়েছেন,কেবলমাত্র তারাই ভালো জানে। আজকের আর্টিকেলে আপনাদের Facebook url Unblock করার উপায় বলে দিব। অনেক সাইটে আনব্লক নানান ধরনের উপায় বলে কিন্তু সেগুলা মোটেও ততটা কার্যকরী নয়। আর্টিকেলটি শেষ পর্যন্ত পর্যন্ত পড়ুন,বিফলে যাবে না।
![]() |
Facebook url Unblock করার সহজ নিয়ম |
প্রথমে যেনে নিই, ফেসবুকে সাইট ব্লক হওয়ার কারন কি! Facebook url blocked হওয়ার কারন আপনি যখন ফেসবুকে আপনার সাইট লিংক একাধিকবার শেয়ার করবেন কারো কমেন্টে শেয়ার করবেন বা কোন গ্রুপে শেয়ার করবেন তখন ফেসবুক কতৃপক্ষের নজরে আসলে,তারা আপনার Site url Blocked করে দেয়।
Website url Unblocked করার জন্য ইউটিউবে সার্চ দিয়ে অনেকগুলা উপায় দেখতে পারি। বাস্তবিক অর্থে বেশিরভাগ উপায়ই কোন কাজের না। হাতে গোনা দুই একটা ভিডিওতে সত্যিকার উপায় বলা থাকে কিন্তু সেই সত্যিকার উপায় ফলো করার মতো সামর্থ্য আমাদের থাকেনা। তাই আমরা হতাশ হয়ে যাই। Facebook url Block ব্যাপারটা যে কতটা হতাশাজনক, এটা তারাই বুঝতে পারে,যাদের সাইট Url Blocked খায়। অনেকসময় ফেসবুক অকারনেই সাইট লিংক ব্লক করে রাখে। কারন তারা চায়,আপনি ডলার খরচ করে আপনার পেইজে সাইট লিংক যাতে প্রমোশন করান। তাই অনেকক্ষেত্রে সামান্য কারনেই ফেসবুক সাইটের লিংক ব্লক করে রাখে।
ওয়েবসাইট লিংক ফেসবুকে ব্লক খোলার জন্য আমরা অনেকেই ইউটিউবে যে নিয়ম দেখি,তার মধ্যে অন্যতম Facebook Debugger সাইটে গিয়ে সাইট লিংক দিয়ে সাবমিট ক্লিক করলে, লিংক ব্লক দেখায় এবং সেখানে রিকুয়েস্ট করার জন্য একটি আবেদন ফ্রমের মাধ্যমে আবেদন করা যায় কিন্তু Facebook Debugger সিস্টেমে আবেদন করে Facebook site link url Unblock করতে পেরেছেন,এমন ব্যাক্তির সংখা লাখে একজন হতে পারে। আমাদের এই সাইটটি দীর্ঘ এক বছর Facebook url block ছিল। সুতরাং আমরা জানি, ফেসবুকে সাইট ব্লক থাকা যে কতটা কস্টের। ইউটিউবে যত ধরনের পদ্ধতি আছে সব ধরনের পদ্ধতি অবলম্বন করার পরেও নিজে থেকে কিছু পদ্ধতি অবলম্বন করেছি। তবুও ফেসবুকে লিংক আনব্লক হয়নি। তারপর বিভিন্ন ব্যাক্তির সাইট থেকে টাকা দিয়ে ফেসবুক লিংক আনব্লক করার চেস্টা করি। তাদের সাথে ইমেইল বা হোয়াটসএপে যোগাযোগ করি। তারা এই কাজটি সমাধানের জন্য এত বড় অংকের অর্থ দাবী করে যে, আমাদের মতো বাংলাদেশি মানুষের পক্ষে Website url unblocked করানো সম্ভব নয়। অবশেষে হতাশ হয়ে আমার এই সাইটটি ফেসবুকে দীর্ঘ এক বছর ব্লক থাকার পরে খুলতে সক্ষম হই।
বিভিন্ন ইউটিউব চ্যানেলে Url block খোলার জন্য যে কার্যকরী সিস্টেম বলা হয়,সেটি হলো ফেসবুক সাপোর্টে সরাসরি লাইভ চ্যাটে কথা বলে সরাসরি ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে সমাধান করা যায়। এটিই Facebook url Unblocked করার সবচেয়ে কার্যকরী উপায়। দুঃখজনক হলেও সত্য কেবলমাত্র তারাই ফেসবুক লাইভ চ্যাটে কথা বলতে পারে,যারা ফেসবুকে ডলার খরচ করে বোস্ট বা ফেসবুকের সেবা গ্রহন করে,তারাই ফেসবুকের লাইভ চ্যাটে কথা বলতে পারে। লাইভ চ্যাটে কথা বললে,খুবই আন্তরিকতার সাথে ফেসবুকের কাস্টমার সার্ভিস ম্যানেজার রিপ্লে দেয়। পাশাপাশি খুবই গুরুত্বের সাথে Facebook block url সাইটের লিংক unblocked করে দেয়।
এই সামান্য কাজটি করার জন্যই বিদেশীরা আপনার কাছ থেকে ৪-৫ হাজার টাকা বা তার বেশি সমপরিমাণ ডলার দাবী করে থাকবে।
আপনু যদি আপনার সাইটের Facebook url unblock কাজটি করাতে চান, তাহলে আমাদের এই সাইটের সাথে নিচের অংশে গেলে আমাদের পেইজ দেখতে পারবেন। পেইজ নাম আর সাইটের নাম একই। পেইজে ম্যাসেজ করুন। নামমাত্র মূল্যে আপনার সাইটের Url Unblock করার কাজটি আমরা আপনাকে করে দিব।
কাজটি করার জন্য সর্বনিম্ন ২৪ থেকে ৭২ ঘন্টা সময় লাগবে। আপনার সাইটে যত সমস্যাই থাকুক, ফেসবুক আপনার সাইটের url unblock করে দিবে। যদি আনব্লক করার ইচ্ছে থাকে,আজই আমাদের ফেসবুক পেইজে ম্যাসেজ দিয়ে যোগাযোগ করুন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।