src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Google Gcam যেভাবে ইন্সটল দিবেন

Google Gcam যেভাবে ইন্সটল দিবেন

ছবি তোলার ক্ষেত্রে Gcam বা গুগল ক্যামেরার তুলনা হয়না। ভালো ও দূর্দান্ত মানের ছবির ক্ষেত্রে জিক্যাম এককথায় অসাধারন। গুগলের ফোনের দাম বেশি হওয়ায় Gcam ফোন কেনা আমাদের পক্ষে সম্ভবপর হয়ে উঠেনা। তাই আমরা আমাদের ফোনে Gcam ইন্সটল দিয়ে কাজ চালিয়ে নিই। দুঃখজনক হলেও সত্য যে, সকল ফোনে Gcam এপ্লিকেশন সাপোর্ট করেনা। বিশেষ বিশেষ কিছু ফোনে জিক্যাম সাপোর্ট করে। আপনার ফোনে কিভাবে Gcam ডাউনলোড দিবেন, সেটা নিয়েই আমাদের আজকের আর্টকেল।

Google Gcam যেভাবে ইন্সটল দিবেন
Google Gcam যেভাবে ইন্সটল দিবেন

আপনি যদি ফোনে Gcam এপ্স ব্যাবহার করতে চান, তাহলে ফোনের প্রসেসর স্নাপড্রাগনের হতে হবে। সাধারণত যেসকল ফোনে স্নাপড্রাগন প্রসেসর আছে, সেই ফোনগুলার জন্যই Gcam পাওয়া যায়। ফোনে জিকেম ব্যাবহার করার জন্য প্রথমে আপনি গুগল প্লেস্টোর থেকে Gcamator নামক একটি এপ্লিকেশন ইন্সটল দিন। তারপর এই জিক্যামাটর এপ্লিকেশনে ঢুকলে আপনার ফোনের মডেল অনুযায়ী উপযুক্ত Gcam এপ্লিকেশন আপনাকে ডাউনলোডের জন্য দেখাবে। এবার আপনি এখান থেকে Gcam এপ্লিকেশন ডাউনলোড করে নিন।

এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে,এখান থেকে Gcam এপ্স ডাউনলোড করলে সুবিধা কি! এখানে আপনার ফোনের জন্য উপযুক্ত জিক্যাম এপ্লিকেশন খুব সহজে পেয়ে যাবেন। আর দ্বিতীয়ত যেহেতু এই এপ্লিকেশনটি গুগল প্লেস্টেরে রয়েছে, সেহেতু এখানে যে লিংক দেয়া থাকবে সেই জিকেমগুলো জেনুইন হবে। তাই নিশ্চিন্তে আপনি আপনার ফোনে গুগলের ক্যামেরা সংক্ষেপে জিক্যাম ব্যাবহার করতে পারবেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post