বাটন ফোন কেনার ক্ষেত্রে আমরা অনেকেই ভাবি কোন ব্রান্ড কিনবো। শুধু যে স্মার্টফোন কেনার সময়ই আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি সেটা কিন্তু নয়। বাটন ফোন কেনার ক্ষেত্রেও আমরা একইভাবে ভাবি। আমাদের বাংলাদেশের বাজারে বেশ কয়েকবছর ধরেই সুনামের সাথে চলছে Five Star-ফাইভ স্টার ব্রান্ডের বাটন ফোন। সাম্প্রতি বাজারে তাদের কিছু স্মার্টফোন এসেছে। সেগুলার রিভিও আমাদের সাইটেই পাবেন। আজকে ফাইভ স্টার ব্রান্ডের বাটন ফোন নিয়ে কিছু কথা বলি।
![]() |
বাটন ফোনে সেরা ফাইভ স্টার ব্রান্ডের ফোন |
দেশের বাজারে 5 Star Mobile ব্রান্ডের বাটন ফোনের রিভিউঃ
Five Star BD22 এটি একটি বাটন মোবাইল। 5Star BD22 নামে পরিচিত। দেশের বাজারে এই ফোনের দাম মাত্র ১৫০০ টাকা। এই ফোনে আপনি চারটি সিমকার্ড ব্যাবহার করতে পারবেন। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে ১৬০০ এমএইচের ব্যাটারি। পেছনে একটি ক্যামেরা ও একটি টর্চ থাকবে।
Five Star BD 27 Pro এটিও একটি বাটন ফোন। যা 5Star BD27Pro নামে পরিচিত। যার ব্যাটারি হিসেবে থাকছে ৮০০ এমএইচের ব্যাটারি। আর এতে দুটি সিম ব্যাবহার করতে পারবেন। দেশের বাজারে ফোনটির দাম রাখা হচ্ছে ১২০০ টাকা।
Five Star BD 19+ এটিও একটি বাটন মোবাইল। যা দেশের বাজারে 5Star BD 19+ নাকে পরিচিত। যার পাওয়ার সেকশনে থাকছে এক হাজার এমএইচের ব্যাটারি। এই ফোনে দুটি সিমকার্ড ব্যাবহার করতে পারবেন। ফোনটির দাম ১৩৫০ টাকা।
Five Star BD 1202 এটি একটি বাটন মোবাইল। এই ফোনটি তিনটি কালারে পাবেন। ব্যাটারি হিসেবে ৮০০ এমএইচের ব্যাটারি পাবেন। টর্চ লাইট আছে। ফোনে দুটি সিম সাপোর্ট করবে। দাম পড়বে ১৩০০ টাকা।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।