আজকের দিনে এসে ইন্টারনেট লাইন বা ওয়াইফাই লাইনে নেয়ার প্রবনতা অনেক বৃদ্ধি পাচ্ছে। এখনকার দিনে অনেকেই বাসায় ওয়াইফাই লাইন নিচ্ছে। এমনকি একই এলাকায় ওয়াইফাই বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডরের সংখ্যাও বাড়ছে। কিছুকিছু ওয়াইফাই সার্ভিস প্রোভাইডর আমাদেরকে নানাভাবে ঠকাচ্ছে আমরা সেটি বুঝতে পারিনা। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডর বা আইএসপি কিভাবে আমাদেরকে ঠকায় সেটি নিয়েই আমাদের আজকের আর্টিকেল।
![]() |
ওয়াইফাই কোম্পানি যেভাবে আমাদের ঠকাচ্ছে |
শহর অঞ্চলে আপনার বাসা হয়ে থাকলে অবশ্যই ভালো বা নামীদামী কোন আইএসপি থেকে সংযোগ নেয়ার চেস্টা করবেন। এখনকার দিনে বেশিরভাগ ভালো আইএসপি নগদ টাকায় রিসিটের মাধ্যমে লেনদেন করেনা। তারা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে মাসিক বিল নিয়ে থাকে। এক্ষেত্রে আপনারা এমন কোন আইএসপি থেকে লাইন নেয়ার চেস্টা করবেন।
কিছুকিছু সার্ভিস প্রোভাইডর আপনাকে বলবে ১৫ এম্বিপিএস লাইন কিন্তু দিবে ১০ এম্বিপিএস। আপনি সহজে বুঝতে পারবেন না। আপনি যদি তাদেরকে বলেন স্পিড কম দেখাচ্ছে তখন তারা বলবে "আপনি যে সাইটে স্পিড চেক করেন সেগুলা ভূয়া"
প্রকৃতপক্ষে তারা যে চুরি করছে সেটা বোঝার জন্য আপনি যেটা করবেন, তা হলো প্রতিটা ভালো মানে ওয়াইফাই কোম্পানির বিল ও যাবতীয় তথ্য দেখার জন্য প্রতিটা গ্রাহকের জন্য আলাদাভাবে সাইট একাউন্ট থাকে। যেখানে প্রতিটা গ্রাহক তাদের ইউজার আইডি ও পার্সওয়াড দিয়ে লগইন করে তার বিল সহ যাবতীয় তথ্য দেখতে পারে। আপনি প্রকৃতপক্ষে কত এম্বিপিএস লাইন ব্যাবহার করছেন ও আপনার বিল কত ও কবে কখন দিয়েছেন ও বিলের রশিদ ডাউনলোড করা থেকে সবকিছু সেই সাইটে আপনি দেখতে পারবেন। কখনো কখনো লোকাল আইএসপি এইধরনের চালাকি করে থাকে। তারা আপনার কাছে বিল নিবে ১৫ এম্বিপিএস কিন্তু লাইন দিবে ১০ এম্বিপিএসের। সেক্ষেত্রে আপনার উচিৎ কোন লাইন নেয়ার পরে, সেই ওয়াইফাই প্রোভাইডরের মূল কাস্টমার কেয়ারে আপনার সিআইডি বা এসআইডি নাম্বার বলে,লাইন সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নেয়া। তাহলে লোকাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডর(আইএসপি) প্রতারণা করতে পারবেনা। এছাড়া আপনি যদি বিকাশে পে বিল অপশনে আইএসপির নাম সার্চ দিয়ে বিল দিয়ে থাকেন, সেক্ষেত্রেও প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকেনা। মূলত যারা স্থানীয় ইন্টারনেট ব্যাবসায়ী তারাই বেশি বিল নিয়ে কম ইন্টারনেট সরবরাহ করে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।